জনপ্রিয় অভিনেত্রী মোনালিসা (Monalisa) এখন রয়েছেন দুবাইয়ে। দুবাইয়ে পৌঁছেই ফটোশুট করেছেন। ঝলমলে পোষাকে সুঢৌল ফিগার ভক্তদের মনে আলোড়ন তুলেছে। সেই ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। যা মুহূর্তেই ভাইরাল হয়েছে। একেবারে রঙিন শহরে চোখ ধাঁধানো রঙিন পোশাকে মোনালিসা। সবুজ-হলুদের মিশেলে ফুলেল প্রিন্টের একটি গাউন, হালকা উঁকি দিচ্ছে বক্ষ। যা দেখে চোখ সরাতে পারছে না ফলোয়ার্সরা। মাঝে কিছু ছবি একটু ঝুঁকে পোজ দিয়েছেন। তাতে আরও সেক্সি লাগছে মোনালিসা বা ঝুমা বৌদিকে (Jhuma boudi)। হট ও সেক্সি মোনালিসা এই ছবিতে বাজার গরম। দুবাইয়ের বিলাসবহুল শপিং মল, ঝরনা ও বিখ্যাত বুর্জ খলিফার সামনে তার ফটোশুট করেছেন।   চুলের পরিপাটি সাজ, কানে ঝুলন্ত স্টাইলিশ দুল এবং মিষ্টি হাসি ভক্তদের বুকে দোলা দিয়েছে।

মোনালিসার ছবি মানেই হট লুক। মোনালিসা বা ঝুমা বৌদিকে (Jhuma boudi) দেখতে পাওয়া মানেই দর্শকদের মধ্যে বাড়তি উত্তেজনা। ভোজপুরি অভিনয় জগতের এক জনপ্রিয় অভিনেত্রী মোনালিসা। এই অভিনয় জগতে নিজের ক্যারিয়ার শুরু করার আগে মোনালিসার পরিবারের দেওয়া অর্থাৎ জন্মের সময় মোনালিসার নাম দেওয়া হয়েছিল অন্তরা বিশ্বাস। অভিনয় জগতের জন্য অন্তরা নিজের নাম পরিবর্তন করে হয়ে ওঠেন মোনালিসা। বর্তমান যুগে মোনালিসা নামে জনপ্রিয় হওয়ার সঙ্গে ঝুমা বৌদি (Jhuma boudi) নামেও খুব জনপ্রিয় অন্তরা।