Eid 2024 Mehndi Design: রমজান ঈদ উপলক্ষে হাত সাজান এই সুন্দর ডিজাইনের মেহেন্দিতে...

Credit: Instagram

ইসলাম সমাজের মানুষদের জন্য রমজান মাস একটি অত্যন্ত পবিত্র এবং গুরুত্বপূর্ণ মাস। এই মাসে ২৯ বা ৩০ দিন রোজা রাখার পর দেখতে পাওয়া যায় চাঁদ, সেদিনই পালন করা হয় ঈদ। ২০২৪ সালে ঈদ পালিত হবে ১০ বা ১১ এপ্রিল। রমজান মাসের ঈদ মুসলিম সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আনন্দের দিন। এই দিনে নারীরা নিজেকে খুব সুন্দর করে সাজাতে ভালোবাসেন। এদিন তারা নিজেদের সুন্দর হাত দুটোকে মেহেন্দির রঙে সাজাতে খুব পছন্দ করে।

মেহেন্দি এমন একটি জিনিস যা বিভিন্ন ঐতিহ্যবাহী ও সাংস্কৃতিক উৎসবের সঙ্গে জড়িত। তবে ঈদের মেহেন্দি ডিজাইন হয় একটু অন্য ধরনের। ঈদের মেহেন্দির ডিজাইনগুলি সাধারণত আরবি এবং ইন্দো-আরবি স্টাইলে হয়ে থাকে, যা দেখতে খুবই সুন্দর। এই নকশাগুলি তৈরি করতে, বাজারে পাওয়া যায় এমন যেকোনও ধরণের মেহেন্দি ব্যবহার করা যেতে পারে।