ফাইল ছবি

পুজোর গান (Puja Songs)। পূজার গান নয়। দুর্গা পুজো (Durga Puja)  এলেই যে সমস্ত গানগুলো মনকে ভোরের কুয়াশা মাখা শিউলি তলায় পৌঁছে দেয় সেই গান...... পুজোর গান। শারদোৎসবে বাঙালির (Bangali) মন রঙিন করা, স্মৃতি উদ্বেল করা কিছু সুর ভেসে আসে শরতের আকাশে (Sky)। মহালয়ার  (Mahalaya) ভোর থেকে যা আরও নিদারুণভাবে জানান দেয় তার মধুরিমা। সেই পুরনো দিনগুলো থেকে আজকের ইউটিউবের (Youtube)  যুগেও পুজোর আগে পুজোর গান রিলিজের (Puja songs Release) চল নতুন নয়। প্রত্যেক বছরই শিল্পীদের (artist) কণ্ঠে রেকর্ড (Record) করানো হয় পুজোর গান। অনেক গান ফিরে আসে, অনেক গানের রেশ আবার মুছে যায়। কিন্তু এমন কিছু গান রয়েছে, যেগুলির সুর বেশ কয়েক দশক ধরে বাঙালি হৃদয়ে জায়গা করে নিয়েছে। কাশে দোলা লাগার সঙ্গে সঙ্গেই কোন অজান্তেই যেন মনের গোপন কুঠুরি থেকে কেউ শুনতে চায় সেই সমস্ত গান। আঙ্গুল অজান্তেই স্পর্শ করে রেডিওর (Radio) নবটা।

 

পুজোর আর ১৩ দিন বাকি। তার আগেই আপনাদের জন্য সাজিয়ে দেওয়া হল তেমনই কিছু গান। এবার আর গুগল  (Google) সার্চ কেন? তালিকা  (List) মিলিয়ে শুনে ফেলুন  পুজোর ১০ টি চিরন্তন গান। আরও পড়ুন- Durga Puja 2019: পঞ্চমী থেকে দশমী কী পড়বেন দ্বিতিপ্রিয়া রায়! পুজোর ফ্যাশন নিয়ে লেটেস্টলি বাংলার মুখোমুখি রানী রাসমণি

  • ইয়া চণ্ডী মধুকৈটভা দৈত্যদলনী

  • তব অচিন্ত রূপ চরিত মহিমা

  • রুপং দেহি জয়ং দেহি, যশো দেহি দ্বিষো জহি

  • জাগো, তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণধারিণী

  • বাজল তোমার আলোর বেণু

  • শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী

  • ঢাক বাজা-কাঁসর বাজা, উলু দে আর শাঁখ বাজা

  • ও পুজোর গন্ধ এসেছে

  • ঢাকের তালে কোমর দোলে

  • দুর্গে দুর্গে দুর্গতিনাশিনী

বিজয়া দশমীর (Vijaya Dashami) মন কেমন। সূর্যাস্তে সিঁদুর খেলা। চোখের জলে উমা বিদায়। মনের ভিতর ঘরে বাজবে বিসর্জনের বাদ্যি। সুর উঠবে 'আবার এসো মাগো (Abar Eso Maa Go)।' তারপর ফের আরও একটা বছরের দিন গোনা।  বাড়ি ফিরেই বাঙালি চোখ বোলাবে পরের বছরের  ক্যালেন্ডারে।

(ভিডিও সৌজন্যে ইউটিউব )