April Fool Day Funny Messeges In Bengali: বাংলা শুভেচ্ছা বার্তার মাধ্যমেই এপ্রিল ফুল করুন সকলকে,আর শেয়ার করুন ফেসবুক, মেসেজ ও টুইটারে

"আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তুমি আমার জীবন, তুমি আমার মরণ। তুমি আমার সব। এটা আমি তোমাকে বলি নাই, এটা আমি জলকে বলছি। হ্যাপি এপ্রিল ফুল ডে।

আজ ১ লা এপ্রিল, সকলকে বোকা বানানোর দিন। এবার ঘুম থেকে উঠে বন্ধু, আত্মীয়, ভাই-বোন এমনকী ভালোবাসার মানুষকে বোকা বানান সকাল থেকে। মেসেজ বার্তায় লিখুন "আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তুমি আমার জীবন, তুমি আমার মরণ। তুমি আমার সব। এটা আমি তোমাকে বলি নাই, এটা আমি জলকে বলছি। হ্যাপি এপ্রিল ফুল ডে। কাল সকাল সকাল এই মেসেজ পাঠিয়ে দিন আপনার বন্ধুকে। আপনার এই মেসেজে বোকা হবে সে।

লেটেস্টলি বাংলার তরফে এপ্রিল ফুল ডে-তে শুভেচ্ছা জানাতে রইল কিছু মজার বার্তা। এবার একেবারে অন্যভাবে শুভেচ্ছা জানান সকলকে।