বেঙ্গালুরু: ভাইয়ের (Brother) সঙ্গে বিয়ে হয়েছিল এক মহিলার (Woman)। কিন্তু, তাতে খুশি হয়নি ওই যুবকের দাদা। আর তার জেরেই নিজের সাতসঙ্গীকে নিয়ে ওই মহিলাকে খুন (Murder) করে তাঁর মৃতদেহ (Dead body) একটি প্লাস্টিকের ড্রামে (Plastic Drum) ভরে বেঙ্গালুরুর (Bengaluru) এসএমভিটি রেলওয়ে স্টেশনে (SMVT Railway Station) রেখে যায়।
গত ১২ মার্চ রাতে এই ঘটনা ঘটার পর সিসিটিভি ফুটেজ (CCTV Footage) খতিয়ে দেখে পুলিশ। আর এতেই দেখা যায়, তিন জন মানুষ নীল রঙের প্লাস্টিকের ড্রামে করে মৃতদেহটি এনে স্টেশনে রেখে যাচ্ছে। এরপরই তদন্তে নেমে পুলিশ জানতে পারে নবাব (Nawab) নামে এক ব্যক্তি তার সাত সঙ্গীকে সঙ্গে নিয়ে ওই মহিলাকে খুন করেছে।
Bengaluru | Body of an unidentified woman was found inside a plastic drum found lying at SMVT railway station last night. CCTV footage of three people carrying the drum and leaving it at the railway station is being examined by police. pic.twitter.com/60asyYWbVI
— ANI (@ANI) March 14, 2023
এপ্রসঙ্গে বেঙ্গালুরুর জিআরপি সুপারিন্টেনডেন্ট এসকে সৌম্যলতা জানান, খুনিরা ওই মহিলাকে খুনের পর দেহটি যাতে ড্রামের মধ্যে ঠিকঠাক ঢোকে তার জন্য পা-গুলো (Leg) ভেঙে দেয়। তারপর ড্রামটিকে আটকে চারজন মানুষ সেটিকে রেল স্টেশনে রেখে যায়। মৃত মহিলার সঙ্গে ভাইয়ের বিয়ে হওয়ার ঘটনায় খুশি না হয়েই এই কাজ করেছে নবাব। আরও পড়ুন: Jitan Ram Manjhi: রামের থেকে অনেক বেশি পরিশ্রমী ছিলেন রাবণ! ভিডিয়োতে দেখুন আরও কী বললেন জিতেন রাম মাঝি
Body found in drum in Bengaluru | One Nawab along with 7 others killed the woman. They broke the victim's legs to make sure the body fits inside a drum and sealed it. Four people transported the drum to the railway station. Nawab was not happy with his brother's marriage to the… https://t.co/9a6qjLbIEQ pic.twitter.com/xHQ1x0xBF7
— ANI (@ANI) March 17, 2023