Water Crisis In Bengaluru: গরম পড়তেই বেঙ্গালুরুতে জল সঙ্কট, নয়া নিয়মে বাসিন্দাদের বাঁধল সরকার

বিবিএমপি-র যে সরকারি ওয়েবসাইট রয়েছে, জলের কল বসাতে গেলে নতুন করে আবেদন পত্র জমা দিতে হবে সেখানে। আবেদন জমা দেওয়ার পর তা প্রথমে খতিয়ে দেখা হবে।

Water, Representational Image (Photo Credit: Pixabay)

বেঙ্গালুরু, ১১ মার্চ: গরম শুরু হতে না হতেই জল সঙ্কট দেখা দিয়েছে বেঙ্গালুরুতে (Bengaluru)। জল সঙ্কটের (Water Crisis)মাঝে এবার নয়া নিয়ম, নীতি ঘোষণা করল  কর্ণাটক (Karnataka) সরকার। বেঙ্গালুরুতে যাঁরা নতুন করে জলের কল বসাবেন, তাঁদের অনুমতি নিতে হবে। বেঙ্গালুরু কর্পোরেশনের তরফে জানানো হয়, অনুমতি ব্যাতীত কেউ কোনওভাবে জলের কল বসাতে পারবেন না নতুন করে। বিবিএমপি-র যে সরকারি ওয়েবসাইট রয়েছে, জলের কল বসাতে গেলে নতুন করে আবেদন পত্র জমা দিতে হবে সেখানে। আবেদন জমা দেওয়ার পর তা প্রথমে খতিয়ে দেখা হবে।  এরপর আবেদনকারীর ঠিকানায় পৌঁছে, তাঁর দাবি কতটা যুক্তিযুক্ত,তা খতিয়ে দেখার পরই নেওয়া হবে সিদ্ধান্ত।  এমনই জানানো হয় বিবিএমপির তরফে। সরকারের অনুমতি ছাড়া কেউ কোনওভাবে জলের কল বসাতে পারবেন না বলে স্পষ্ট জানানো হয়।

আরও পড়ুন: Bengaluru Water Crisis: বেঙ্গালুরুতে জলের ভয়াবহ সংকট, এক ফোঁটা জলের জন্য আকুল স্থানীয় বাসিন্দারা (দেখুন ভিডিও)

নিয়ম ভেঙে কেউ যদি জলের কল বসানোর চেষ্টা করেন, তাঁর বিরুদ্ধে করা হবে কড়া পদক্ষেপ।  স্পষ্ট জানানো হয় বিবিএমপির তরফে।



@endif