UPSC: আধার বাধ্যতামূলক, ইউপিএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন ও নিয়োগে বড় বদল
এই ধরনের ঘটনা যাতে আর ভবিষ্যতে না ঘটে তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা স্পষ্ট। কবে থেকে এই প্রক্রিয়া শুরু হবে তা এখনও জানানো হয়নি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের তরফে।
নয়াদিল্লিঃ পূজা খেদকরকে(Puja Khedkar) নিয়ে চলা বিতর্কের মাঝেই ইউপিএসসি(UPSC) পরীক্ষায় পরীক্ষার্থীদের পরিচয় যাচাইয়ের নিয়মে বড় বদল আনতে চলেছে কেন্দ্র(Central Government)। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় আধার ভিত্তিক ভেরিফিকেশন বা তথ্য যাচাইয়ের অনুমতি দিল কেন্দ্র। পরীক্ষা এবং নিয়োগ দুই ক্ষেত্রেই আধার যাচাই করে নেওয়া হবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের(Union Public Service Commission) তরফে, এমনটাই খবর। এ ছাড়া পরীক্ষা ও নিয়োগের বিভিন্ন ধাপে ই-কেওয়াইসি (e-KYC) পদ্ধতি ব্যবহার করে প্রার্থীদের পরিচয় যাচাই করা হবে। ইউআইডিএআই(UIDAI)-এর নিয়মাবলী মেনেই ভেরিফিকেশন করার নির্দেশ দিয়েছে কেন্দ্র। সম্প্রতি পূজা খেদকরকে ভুয়ো নথির সাহায্যে প্রতারণা করে চাকরি পাইয়ে দেওয়ার ঘটনায় শোরগোল পড়ে যায় গোটা দেশে। পরবর্তীতে পূজার নিয়োগ বাতিল করে দেয় ইউপিএসসি। পাশাপাশি তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। এই ঘটনায় স্বাভাবিকভাবেই মুখ পুড়েছিল ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের। এই ধরনের ঘটনা যাতে আর ভবিষ্যতে না ঘটে তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা স্পষ্ট। কবে থেকে এই প্রক্রিয়া শুরু হবে তা এখনও জানানো হয়নি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের তরফে।
ইউপিএসসি পরীক্ষায় বাধ্যতামূলক আধার কার্ড