UP And Goa Exit Poll Results 2022: উত্তরপ্রদেশে ফের সরকার গড়তে পারে বিজেপি, গোয়া রইল ঝুলে
আজ পাঁচরাজ্যের বিধানসভা নির্বাচন পর্ব শেষ হয়েছে। আজই ছিল উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনের সপ্তম তথা শেষ দফায় ভোটগ্রহণ। উত্তরাখণ্ড, পাঞ্জাব, গোয়া ও মণিপুর বিধানসভার নির্বাচন আগেই অনুষ্ঠিত হয়ে গিয়েছে। আগামী ১০ মার্চ এই পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল সামনে আসবে। ভোটের ফল ঘোষণার আগে আজ সবার নজর বুথ ফেরত সমীক্ষার দিকে। আমরা উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের (Uttar Pradesh Assembly Election 2022) ও গোয়া বিধানসভা নির্বাচনের (Goa Assembly Election 2022) বুথ ফেরত সমীক্ষার ফলাফল জানব এই প্রতিবেদনে।
আজ পাঁচরাজ্যের বিধানসভা নির্বাচনের (Assembly Election 2022) ভোটগ্রহণ পর্ব শেষ হয়েছে। আজই ছিল উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনের সপ্তম তথা শেষ দফায় ভোটগ্রহণ। উত্তরাখণ্ড, পাঞ্জাব, গোয়া ও মণিপুর বিধানসভার নির্বাচন আগেই অনুষ্ঠিত হয়ে গিয়েছে। আগামী ১০ মার্চ এই পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল সামনে আসবে। ভোটের ফল ঘোষণার আগে আজ সবার নজর বুথ ফেরত সমীক্ষার দিকে। আমরা উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের (Uttar Pradesh Assembly Election 2022) ও গোয়া বিধানসভা নির্বাচনের (Goa Assembly Election 2022) বুথ ফেরত সমীক্ষার ফলাফল জানব এই প্রতিবেদনে।
উত্তরপ্রদেশ:
ইটিজি রিসার্চের বুথ ফেরত সমীক্ষা:
- বিজেপি: ২৩০-২৪৫
- কংগ্রেস: ২-৬
- সমাজবাদী পার্টি: ১৫০-১৬৫
- সপা: ৫-১০
ইন্ডিয়া নিউজ:
- বিজেপি: ২২২-২৬০
- কংগ্রেস: ১-৩
- সপা: ১৩৫-১৬৫
- বসপা: ৫-১০
নিউজ ১৮-পি-এমএআরকিউ:
- বিজেপি: ২৪০
- কংগ্রেস: ১-৩
- সপা: ১৪০
- বসপা: ১৭
নিউজ এক্স-পলস্টার:
- বিজেপি: ২১১-২২৫
- কংগ্রেস: ৪-৬
- সপা: ১৪৬-১৬০
- বসপা: ১৪-২৪
গোয়া বিধানসভা নির্বাচনের বুথ ফেরত সমীক্ষা:
জান কি বাত-ইন্ডিয়া নিউজ এক্সিট পোল -
- বিজেপি: ১৩-১৯
- কংগ্রেস প্লাস : ১৯-১৪
- আপ: ৫-৩
- এমজিপি: ২-১
- অন্যান্য: ১-৩
এবিপি-সি ভোটার:
বিজেপি: ১৩-১৭
কংগ্রেস প্লাস: ১২-১৬
তৃণমূল প্লাস: ৫-৯
ইটিজি রিসার্চ:
- বিজেপি: ১৭-২০
- কংগ্রেস প্লাস: ১৫-১৭
- তৃণমূল প্লাস: ৩-৪
ইন্ডিয়া নিউজ:
- বিজেপি: ১৩-১৯
- কংগ্রেস প্লাস: ১৪-১৯
- তৃণমূল প্লাস: ৩-৫
টাইমস নাউ ভেটো:
- বিজেপি: ১৪
- কংগ্রেস প্লাস: ১৬
- তৃণমূল প্লাস: ০
ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়া:
- বিজেপি: ১৪-১৮
- কংগ্রেস প্লাস: ১৫-২০
- তৃণমূল প্লাস: ২-৫
ভারতে লোকসভা ও বিধানসভা নির্বাচনের পর বুথ ফেরত সমীক্ষার ফল অনেক সংস্থা ও সংবাদমাধ্যম প্রকাশ করে। অনেক সময় বুথফেরত সমীক্ষা বা জনমত সমীক্ষার পূর্বাভাস মেলে না। আবার সমীক্ষার ফলাফলের সঙ্গে প্রকৃত ফল মিলেও যায়।