New Parliament Building: মঙ্গলবার গণেশ চতুর্থীতে নয়া সংসদে ভবনে শুরু প্রথম অধিবেশন

আগামিকাল, সোমবার থেকে সংসদে পাঁচ দিনের বিশেষ অধিবেশন শুরু হচ্ছে। এই বিশেষ অধিবেশনের প্রথম দুটি দিন বসবে পুরনো সংসদে ভবনে।

New Parliament Building Photo Credit: Twitter@ANI

নতুন দিল্লি, ১৭ সেপ্টেম্বর: আগামিকাল, সোমবার থেকে সংসদে পাঁচ দিনের বিশেষ অধিবেশন শুরু হচ্ছে। এই বিশেষ অধিবেশনের প্রথম দিন মানে সোমবার হবে পুরনো সংসদে ভবনে। এরপর ১৯ সেপ্টেম্বর, মঙ্গলবার গণেশ চতুর্থীতে নয়া সংসদ ভবনে শুরু হবে সংসদ অধিবেশন। পুরনো সংসদ ভবনে বিশেষ ফোটো সেশনের পর মঙ্গলবার দুপুর ১১টায় নয়া সংসদে ভবনের সেন্ট্রাল হলে হবে বিশেষ অনুষ্ঠান। তারপর নয়া সংসদ ভবনে শুরু হবে প্রথম অধিবেশন। বিশেষ অধিবেশনে বেশ কিছু বিল পাশ ছাড়া মোদী সরকার  কোনও চমক দেয় কি না সেইদিকেই সবার নজর।

২০ সেপ্টেম্বর, বুধবার থেকে নয়া সংসদ ভবনে সরকারের প্রাত্যহিক কাজ শুরু হবে। এমন কথাই জানালেন কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী। চলতি বছর ২৩ মে নয়া সংসদ ভবনের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভায় স্থাপিত হয়েছিল সেঙ্গল।

দেখুন ভিডিয়ো

৬৪,৫০০ বর্গমিটার এলাকা জুড়ে তৈরি হয়েছে নয়া সংসদ ভবন। ভবনটি চারতলা। নতুন সংসদ ভবনে লোকসভায় ৮৮৮ জন এবং রাজ্যসভায় ৩০০ জন সদস্য বসতে পারবেন। উভয় কক্ষের যৌথ সভার ক্ষেত্রে, মোট ১ হাজার ২৮০ জন সদস্যকে স্থান দেওয়া যাবে লোকসভাতেই।