Abhishek Banerjee: ''ভয় পেয়েছে বিজেপি'', অভিষেক বন্দ্যোপাধ্যায়, ব্রাত্য বসুদের বিরুদ্ধে মামলা ত্রিপুরায়
অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেসের ৫ নেতৃত্বের বিরুদ্ধে ত্রিপুরার খোয়াই থানার পুলিশ মামলা দায়ের করেছে। এমনই জানান কুণাল ঘোষ।
আগরতলা, ১১ অগাস্ট: ত্রিপুরা নিয়ে সরগরম জাতীয় রাজনীতি। ত্রিপুরা বিধানসভা নির্বাচনে বিজেপিকে হঠাতে বদ্ধপরিকর তৃণমূল কংগ্রেস। সেই কারণে প্রত্যেক দু মাস অন্তর অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরা সফরে গিয়ে সেখানকার সংগঠনকে মজবুত করবেন বলে জানান।
সেই অনুযায়ী, সম্প্রতি তৃণমূল কংগ্রেসের যুব নেতারা যখন ত্রিপুরায় যান, সেই সময় তাঁদের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। বিজেপি তৃণমূল কংগ্রেসের উপর হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন কুণাল ঘোষ, সায়নী ঘোষরা। বিষয়টি নিয়ে যখন উত্তাপ চড়ছে, সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল ৫ জনের বিরুদ্ধে দায়ের করা হল মামলা।
অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেসের ৫ নেতৃত্বের বিরুদ্ধে ত্রিপুরার খোয়াই থানার পুলিশ মামলা দায়ের করেছে। এমনই জানান কুণাল ঘোষ। নিজের ট্যুইটার হ্যান্ডেলে ত্রিপুরা পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন কুণাল ঘোষ।
তিনি বলেন, ''অন্যায়ভাবে ধৃত তৃণমূল কর্মীদের পাশে দাঁড়ানোর জন্য গুচ্ছের মিথ্যা অভিযোগ দিয়ে অভিষেক, ব্রাত্য, দোলা, আমি, সুবলদা, প্রকাশদার বিরুদ্ধে IPC 186/34 ধারায় নিজের থেকে মামলা করল খোয়াই থানার পুলিশ। ভয় পেয়েছে বিজেপি।''