Fahad Ahmad: রাতারাতি অভিনেত্রী স্বরা ভাস্করের স্বামীকে নির্বাচনের টিকিট দিল কংগ্রেস
২০১৯ সালর নাগরিকত্ব সংশোধন আইন বিরোধী আন্দোলনের অন্যতম মুখ ছিলেন ফাহাদ। ২০২৩ সালে যখন স্বরার সঙ্গে সংসার পাতেন তখন সমাজবাদী পার্টির যুব প্রেসিডেন্ট ছিলেন তিনি।
নয়াদিল্লিঃ সামনেই মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন(Maharashtra Assembly Election 2024)। আর এ বার নির্বাচনী আবহের মাঝে চর্চায় অভিনেত্রী স্বরা ভাস্করের(Swara Haskar) স্বামী ফাহাদ আহমেদ(Fahad Ahmad)। রবিবার সমাজবাদী পার্টি ছেড়ে কংগ্রেসে যোগ দেন ফাহাদ। আর এবার রাতারাতি ফাহাদকে নির্বাচনে প্রার্থী করল কংগ্রেস। আসন্ন মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে অনুশক্তি নগর আসন থেকে ভোটে লড়বেন তিনি। অজিত পওয়ারের এনসিপির প্রার্থী তথা প্রাক্তন মন্ত্রী নবাব মালিকের কন্যা সানা মালিকের বিরুদ্ধে লড়বেন ফাহাদ। প্রসঙ্গত, ২০২৩ সালে সাত পাঁকে বাঁধা পড়েন স্বরা-ফাহাদ। ভিন ধর্মে বিয়ে করে সেই সময় চর্চায় উঠে এসেছিলেন স্বরা। এই বিয়েকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড় পর্যন্ত ওঠে। তবে সে সব সামলে দিব্যি সংসার করছেন তাঁরা। অন্যদিকে ২০১৯ সালর নাগরিকত্ব সংশোধন আইন বিরোধী আন্দোলনের অন্যতম মুখ ছিলেন ফাহাদ। ২০২৩ সালে যখন স্বরার সঙ্গে সংসার পাতেন তখন সমাজবাদী পার্টির যুব প্রেসিডেন্ট ছিলেন তিনি। এ বার এনসিপির টিকিটে শেষ হাসি হাসেন কিনা ফাহাদ তা দেখার জন্য অপেক্ষা করতে হবে ২৩ নভেম্বর পর্যন্ত।
রাতারাতি অভিনেত্রী স্বরা ভাস্করের স্বামীকে নির্বাচনের টিকিট দিল কংগ্রেস