PM House May Shit Closer To South Block: ৭ লোক কল্যাণ মার্গ থেকে সরছে প্রধানমন্ত্রীর বাসভবন? জানুন কেন?
৭ লোক কল্যাণ মার্গ (Photo: PTI)

নতুন দিল্লি, ৩ নভেম্বর: স্থান পরিবর্তন হতে পারে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের (Prime Minister's residence)। ৭ লোক কল্যাণ মার্গ (Lok Kalyan Marg) থেকে সরে তা যেতে পারে রাইসিনা হিলসের কাছে। প্রধানমন্ত্রীর বাসভবন সরানোর বিষয়ে প্রস্তাব দিয়েছে দিল্লির সেন্ট্রাল ভিস্তা (রাজপথ) নতুন করে সাজানোর দায়িত্বপ্রাপ্ত সংস্থা। যদিও তারা জানিয়েছে, এই বিষয়ে বিস্তারিত আলোচনার পরই সিদ্ধান্ত নেওয়া হবে। বছর খানেক আগেই সেন্ট্রাল ভিস্তা ও নতুন সংসদ (Parliament) ভবন তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়। ২৫ অক্টোবর এই কাজের দায়িত্ব পায় আমেদাবাদের সংস্থা এইচসিপি ডিজাইন (HCP Design)।

এলাকার পরিচিত চেহারা বজায় রেখেই সংদদ ভবন তৈরি করা হবে বলে জানিয়েছেন সংস্থার কর্ণধার বিমল প্যাটেল। এর পাশাপাশি গড়ে তোলা হবে একটি নতুন সেক্রেটারিয়েট বিল্ডিং। এই এইচসিপি ডিজাইন প্ল্যানিং এর আগে গান্ধীনগরের সেন্ট্রাল ভিস্তা এবং আমেদাবাদের সবরমতী আশ্রমকেও নতুন ভাবে গড়ে তোলার কাজ করেছে। আরও পড়ুন: Narendra Modi Appeals Business Leaders to Invest: 'ভারতে বিনিয়োগের এটাই সেরা সময়', ব্যাঙ্ককে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

আমেদাবাদের এই সংস্থাটি তাদের প্রস্তাবিত মাস্টার প্ল্যানে প্রধানমন্ত্রীর বাসভবন স্থানান্তরের প্রস্তাব দিয়েছে। এই বিষয়ে কেন্দ্রীয় নগরোয়ন্নন মন্ত্রকের এক আধিকারিক বলেন, "আমরা সবেমাত্র বরাত সংস্থাকে বেছে নিয়েছি। তারা প্ল্যান জমা দিয়েছে। এরপর সরকার, লোকসভার স্পিকার ও অন্য সরকারি সংস্থার সঙ্গে এই বিষয়ে আলোচনা করা হবে। তারপরই গোটা পরিকল্পনা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বিশেষ করে নতুন সংসদ ভবন ও অন্য অফিসের বিষয়ে।