Nagaland: নাগাল্যান্ডে ফের বিরোধী শূন্য বিধানসভা, বিজেপি জোটের রিও সরকার এবারও একাই একশো

এবারও নাগাল্যান্ড বিধানসভা বিরোধী শূন্য থাকল। উত্তর পূর্ব ভারতের এই রাজ্যে একমাত্র বিরোধী বিধায়ক হিসেবে থাকা এনসিপি-র জনপ্রতিনিধিও ঘোষণা করলেন তিনি এনডিপিপি-বিজেপি সরকারকেই সমর্থন করবেন।

Nagaland set to get 2nd opposition-less government. (Photo Credits: Twitter)

এবারও নাগাল্যান্ড বিধানসভা বিরোধী শূন্য থাকল। উত্তর পূর্ব ভারতের এই রাজ্যে বিরোধী হিসেবে থাকা শরদ পওয়ায়ের এনসিপি-র সাতজন বিধায়ক ঘোষণা করলেন তাঁরা এনডিপিপি-বিজেপি সরকারকেই সমর্থন করবেন। ফলে টানা দু'বার একেবারে ফাঁকা মাঠে গোল করবে নেফিউ রিও-র সরকার। গতকাল, মঙ্গলবার মুখ্যমন্ত্রী পদে শপথ নেন নেফিউ রিও। ঠিক তারপরই নাগাল্যান্ড বিধানসভা বিরোধী শূন্য হল।

ভোটের ফল প্রকাশের পর দেখা যায় ৬০টি-র মধ্যে ৩৭টি আসনে জিতে ন্যাশানাল ডেমোক্রেটিক প্রগেসি পার্টি (NDPP)ও বিজেপি (BJP) মিলিতভাবে ৩৭টি আসনে জিতে ক্ষমতায় ফিরছে। এনডিপিপি জেতে ২৫টি, আর বিজেপি ১২টি আসনে জয়লাভ করে। এরপরই গতবারের মত একের পর শাসক জোটের বাইরের বিধায়করা এনপিপি-বিজেপি সরকারকে সমর্থন জানাতে থাকেন। একমাত্র শরদ পওয়ারের এনসিপি-র এক বিধায়ক বাকি ছিলেন। তিনিও ঘোষণা করলেন বিরোধী বেঞ্চে নয়, তিনিও এনপিপি-বিজেপি সরকারকেই সমর্থন করবেন। আগেই এনসিপি-র ৬জন বিধায়ক নেফিউ রিও-র সরকারকে সমর্থন জানিয়েছেন।

রাজনৈতিক বিশেষজ্ঞরা বলেন, নাগাল্যান্ডে কেউ সরকার বিরোধিতা করেন না। সবাই এক হয়ে কাজ করে রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ায় নাগাল্যান্ডের রাজনৈতিক ঐতিহ্য। অন্তত হালের পরিস্থিতি এরকমই। এখানে উইনার্স টেকস অল বা যে জিতবে সবটাই তার। আরও পড়ুন-ত্রিপুরায় শপথ মানিক সাহার

এনডিপিপি, বিজেপি জোট সরকারের শরিক দল হিসেবে থাকছে নাগা পিপলস ফ্রন্ট (২), রিপাবলিকান পার্টি (২), এলজিপি (২), এনপিপি (৫)-র মত দল। আর দলের কেন্দ্রীয় নেতৃত্বে নির্দেশের বাইরে গিয়ে সমর্থন জানিয়েছেন শরদ পওয়ারের এনসিপি-র ৭ ও নীতীশ কুমারের জেডি (ইউ)-য়ের ১ জন বিধায়ক। প্রসঙ্গত, ভোটের আগে নাগাল্যান্ডে বিজেপির এক বিধায়ক বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছিলেন।

গতবার, ২০১৮ নাগাল্যান্ড বিধানসভা নির্বাচনে এনডিপি ১৮টি ও বিজেপি ১২টি আসনে জিতেছিল। প্রধান বিরোধী দল এনপিফি জিতেছিল ২৬টি আসনে। আর বাকি চারটে আসনে জিতেছিল এনপিপি (২), জেডি (ইউ) ও নির্দলের এক বিধায়ক। কিন্তু পরে সবাই এনডিপি ও বিজেপির জোট সরকারে যোগ দেওয়ায় বিরোধী শূন্য হয়েছিল নাগাল্যান্ডের বিধানসভা। এবারও তেমনই হল।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now