Puja Special Train 2024: পুজোয় পু ঝিকঝিক, ভিড় সামলাতে বিশেষ উদ্যোগ রেলের, উৎসবের মরসুমে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলমন্ত্রীর

দুর্গাপুজো সহ উৎসবের মরসুমের কথা মাথায় রেখে বিশেষ উদ্যোগ নিল ভারতীয় রেল। গতবারের চেয়েও বেশী সংখ্যক উৎসব স্পেশাল ট্রেন চালানোর কথা ঘোষণা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

প্রতীকী ছবি (Photo Credit: X@airnews_kolkata)

দুর্গাপুজো আর মাত্র ক'টা দিনের অপেক্ষা। সঙ্গে শুরু হচ্ছে নবরাত্রিও। তারপরই একে একে এসে পড়বে লক্ষ্মীপুজো, কালীপুজো, দিওয়ালি, ছটপুজো। আর উৎসবের মরসুমে দেশজুড়ে চলে ভিন রাজ্য থেকে নিজের বাড়ি ফেরার পালা। আর বাড়ানো হচ্ছে ট্রেনের কোচের সংখ্যাও। পুজোর মরসুমে জেনারেল কোচের সংখ্যা ১০টি ট্রেনে বাড়ানো হচ্ছে। ছট পুজো ও দিওয়ালির কথা মাথায় রেখে রেলে মোট সাড়ে ১২ হাজার কোচ বাড়ানো হচ্ছে।

কেন্দ্রীয় রেলমন্ত্রী জানালেন পুজোর মরসুমে এক কোটিরও বেশী যাত্রী রেলের মাধ্যমে বাড়ি ফিরবেন তাই ভিড় সামলাতে ট্রেনের সংখ্যাও বাড়ানো হচ্ছে। গত বছর মানে ২০২৩-২৪ এ মোট ৪ হাজার ৪২৯ট স্পেশাল ট্রেন চালানো হয়েছিল। সেখানে এবার ৫ হাজার ৯৭৫টি স্পেশাল ট্রেন চালানো হবে।

পুজোর ভিড় সামলাতে বিশেষ উদ্যোগ রেলের

প্রসঙ্গত, আগামী ২ অক্টোবর থেকে শুরু হচ্ছে নবরাত্রী। দুর্গাপুজোর মহাষষ্ঠী ৯ অক্টোবর। এরপর দিওয়ালি ৩১ অক্টোবর। ১৯ নভেম্বর হবে ছটপুজো।



@endif