Mona Lisa Painting: ল্যুভর মিউজিয়ামে লিওনার্দোর আঁকা মোনালিসা ছবিতে স্যুপ ছিটিয়ে প্রতিবাদ, দেখুন ভিডিয়ো
ফ্রান্স জুড়ে চলা কৃষক আন্দোলনের ঢেউ এবার আছড়ে পড়ল প্যারিসের ল্যুভের মিউজিয়ামে রাখা বিশ্বখ্যাত মোনালিসা ছবির ওপর।
প্যারিস, ২৮ জানুয়ারি: ফ্রান্স জুড়ে চলা কৃষক আন্দোলনের ঢেউ এবার আছড়ে পড়ল প্যারিসের ল্যুভর মিউজিয়ামে রাখা বিশ্বখ্যাত মোনালিসা ছবির ওপর। আচমকা মিউজিয়ামে ঢুকে পড়ে লিওনার্দো দ্য ভিঞ্চির ১৬ শতকে আঁকা 'মোনালিসা' ছবির ওপর স্যুপ ছিটিয়ে বিকৃত করার চেষ্টা করেন আন্দোলনকারীরা। সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল এক ভিডিয়োয় দেখা যাচ্ছে,দুই মহিলা মোনালিসা ছবির ওপর স্যুপ ছিটিয়ে দিচ্ছে। তাতে মোনালিসা ছবির ওপর হলুদ দাগ পড়ে গিয়েছে। তবে বুলেট প্রুফ কাঁচের মধ্যে থাকা মোনালিসা ছবির ওপর কোনও প্রভাব পড়বে না।
১৯৫০ সাল থেকে বিশেষভাবে তৈরি কাচের সুরক্ষা কবচের মধ্যে রাখা রয়েছে লিওনার্দো দ্য ভিঞ্চির আঁকা দুনিয়ার আশ্চর্য হিসেবে পরিচিত এই চিত্রটি। ২০১৯ সালে মোনালিসা চিত্রটিকে আরও নিরাপদে রাখার জন্য বসানো হয়েছিল বুলেট প্রুফ গ্লাস। ২০২২ সালে পরিবেশ বাঁচাও আন্দোলনকারীরা মোনালিসার ওপর নীল কালি ছিটিয়ে দিয়েছিলেন। আর এবার মোনালিসার ওপর স্যুপ ছিটিয়ে প্রতিবাদ দেখালো প্রতিবাদকারী কৃষকরা। ইমানুয়েলল ম্যাক্রোঁ পরিচালিত ফরাসি সরকারের জ্বালানীর দাম বৃদ্ধি, কৃষিনীতি বদলের দাবিতে বড় আন্দোলন করছেন কৃষকরা। শুক্রবার কৃষকদের আন্দোলনে প্যারিসের বেশ কয়েকটা বড় রাস্তা অবরুদ্ধ হয়ে গিয়েছিল। দাবি মানা না হলে আন্দোলনকারীরা আরও বড় আন্দোলনে যাওয়ার হুমকি দিয়েছেন। আরও পড়ুন-লস অ্যাঞ্জেলসে বাড়িতে ঢুকে গুলি করে খুন, নিহত পরিবারের ৪ সদস্য
দেখুন ভিডিয়ো
১৯১১ সালের ল্যুভের মিউজিয়াম থেকে চুরি হয়ে গিয়েছিল মোনালিসা ছবিটি। ভিনকেনজো নামের মিউজিয়ামের কর্মী কাপবোর্ডের মধ্যে লুকিয়ে চুরি করে নিয়ে পালায় ছবিটি। ইতালির ফ্লোরেন্সে এক চোরাকারবারীর থেকে দু বছর পর উদ্ধার হয়েছিল সেটি।