Jammu Kashmir: ভোট মিটতেই বড় পদক্ষেপ, জম্মু কাশ্মীরে উঠল রাষ্ট্রপতি শাসন
২০১৯ সালের ৩১ অক্টোবর জম্মু কাশ্মীরে জারি হয় রাষ্ট্রপতি শাসন। দু'টি কেন্দ্রশাসিত অঞ্চলে ভেঙে দেওয়া হয় জম্মু কাশ্মীরকে।
নয়াদিল্লিঃ ভোট মিটতেই বড় সিদ্ধান্ত। অবশেষে জম্মু কাশ্মীর(Jammu Kashmir) থেকে উঠল রাষ্ট্রপতি শাসন(President's Rule)। নির্বাচনের ফল প্রকাশের(Jammu Kashmir Election Result) পরই স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে রাষ্ট্রপতি শাসন প্রত্যাহারের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। মনে করা হচ্ছে আগামী সপ্তাহেই মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন ওমর আবদুল্লা(Omar Abdullah)। দীর্ঘ ১০ বছর পর জম্মু কাশ্মীরে বিধানসভা নির্বাচন হয়। এ বারেরে ভোটে জম্মু কাশ্মীরে সংখ্যাগরিষ্ঠতা পায় কংগ্রেস এবং ন্যাশানাল কনফারেন্স জোট। এরপরই লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহার সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানান ওমর আবদুল্লা। আর এ বার নির্বাচনের ফলপ্রকাশের পর আরও এক ধাপ এগোল উপত্যকা। ২০১৯ সালের ৩১ অক্টোবর জম্মু কাশ্মীরে জারি হয় রাষ্ট্রপতি শাসন। দু'টি কেন্দ্রশাসিত অঞ্চলে ভেঙে দেওয়া হয় জম্মু কাশ্মীরকে। যদিও তার আগে মেহবুবা মুফতি ইস্তফা দিতে বাধ্য হলে জম্মু কাশ্মীরে রাষ্ট্রপতি শাসন জারি হয়।
ভোট মিটতেই বড় পদক্ষেপ, জম্মু কাশ্মীরে উঠল রাষ্ট্রপতি শাসন