‌ভেঙে পড়বেন না, আগামী ২৪ ঘণ্টা খুবই গুরুত্বপূর্ণ, গণনার আগে দলীয়কর্মীদের বার্তা দিলেন রাহুল

বুথ ফেরত সমীক্ষার ফল প্রকাশের পর থেকেই উচ্ছ্বসিত গেরুয়া শিবির৷ তাঁরা ধরেই নিয়েছে দ্বিতীয়বার সরকার গড়ার পথে এনডিএ(‌NDA)।

রাহুল গান্ধী(‌Photo Credits: PTI)

২২মে, ২০১৯:‌ বুথ ফেরত সমীক্ষার ফল প্রকাশের পর থেকেই উচ্ছ্বসিত গেরুয়া শিবির৷ তাঁরা ধরেই নিয়েছে দ্বিতীয়বার সরকার গড়ার পথে এনডিএ(‌NDA)। আবারও প্রধানমন্ত্রীর কুর্সিতে বসতে চলেছেন নরেন্দ্র মোদি। এদিকে, ঠিক বিপরীত ছবি বিরোধী দলের কর্মীদের মধ্যে৷ বুথ ফেরত সমীক্ষার পর থেকেই হতাশ তাঁরা৷ তবে চূড়ান্ত ফল ঘোষণার আগে হার মানতে নারাজ কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী(Rahul Gandhi)৷ তিনি চান না দলের কর্মীরাও বুথ ফেরত সমীক্ষা দেখে হতাশায় ভুগতে শুরু করুক৷ আর তাই বুধবার টুইট করলেন দলের নেতা কর্মীদের উদ্দেশে৷ ভুয়ো খবর এবং গুজব থেকে দলের কর্মীদের সাবধান থাকার পরামর্শ দিলেন রাহুল গান্ধী৷ তিনি লেখেন, ‌‘‌আগামী ২৪ ঘণ্টা খুবই গুরুত্বপূর্ণ৷ এখন সজাগ থাকার সময়৷ কোনও ভয় পাবেন না৷ গুজব বা ভুয়ো এক্সিট পোলের(Exit poll) খবরে হতাশ হবেন না৷ নিজের এবং দলের প্রতি আস্থা ও বিশ্বাস রাখুন৷’‌ মুখে বিরোধীরা যতই আস্ফালন করুন, বুথফেরত সমীক্ষা যে তাদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে৷ তাই সব দলই কর্মীদের নির্দেশ দিয়েছে স্ট্রং রুম (Strong Room) ও গণনা কেন্দ্রের বাইরে পাহারায় বসার৷ এর আগে প্রিয়াঙ্কা গান্ধীর তরফেও এই নির্দেশ আসে৷ একই সঙ্গে কংগ্রেস কর্মীদের ইতিবাচক মনোভাব রাখার বার্তাও দেন প্রিয়াঙ্কা(Priyanka Gandhi)৷ বলেন, ‘‌এই ভুয়ো বুথ ফেরত সমীক্ষাগুলি আসলে আপনাদের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা৷ স্ট্রং রুম ও গণনা কেন্দ্রের বাইরে পাহারা দিন৷ আমি নিশ্চিত আমার, আপনার কঠোর পরিশ্রমের ফল নিশ্চই পাব৷’