Lok Sabha Elections 2019: এক নজরে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের ইতিহাস, প্রার্থীরা
একেবারে কাঁটায় কাঁটায় লড়াই। সবংয়ের ঘরের ছেলে তৃণমূলের মানস ভুঁইয়া (Manas Bhunia)- র বিরুদ্ধে বিজেপি প্রার্থী রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। মেদিনীপুর লোকসভা আসন বরাবর গোটা রাজ্যের নজরে থাকে।
একেবারে কাঁটায় কাঁটায় লড়াই। সবংয়ের ঘরের ছেলে তৃণমূলের মানস ভুঁইয়া (Manas Bhunia)- র বিরুদ্ধে বিজেপি প্রার্থী রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। মেদিনীপুর লোকসভা আসন বরাবর গোটা রাজ্যের নজরে থাকে। একসময় বাম ঘাঁটির এই মেদিনীপুরে এখন তৃণমূলের দাপট। এই এই লোকসভার সাতটি বিধানসভা হল-এগরা (Egra), দাঁতন (Dantan), কেশিয়াড়ি (সংরক্ষিত), নারায়ণগড় (Narayangarh) , মেদিনীপুর (Medinipur), খড়গপুর- সদর (Kharagpur Sadar) , খড়গপুর (গ্রামীণ)।।
২০১৯ লোকসভা কেন্দ্রের প্রার্থীরা (General Election 2019 Candidate)
মানস ভুঁইয়া , তৃণমূল-
দিলীপ ঘোষ, বিজেপি-
বিপ্লব ভট্ট (Biplab Bhatt), সিপিআই-
২০১৪ লোকসভা কেন্দ্রের প্রার্থীরা
সান্ধ্য রায় (তৃণমূল): ৫,৮১,৮৬০টি ভোট
প্রবোধ পান্ডা (সিপিআই): ৩,৯৫,১৯৪টি ভোট
প্রভাকরি তিওয়ারি (বিজেপি): ১,৮০,০৭১টি ভোট
বিমল রাজ (কংগ্রেস)- ৪৮,৯১৪টি ভোট
ফলাফল- সান্ধ্য রায় (তৃণমূল) ১,৮৬,৬৬৬টি জয়ী
কে এগিয়ে কে পিছিয়ে
দিলীপ ঘোষ (বিজেপি)- আদাজল খেয়ে নেমেছেন। ঠিক যে মডেলে ২০১৬ বিধানসভায় খড়গপুরে জিতেছিলেন, সেই মডেলেই মেদিনীপুর লোকসভায় জিততে চাইছেন দিলীপ। তবে সবংয়ের প্রাক্তন বিধায়ক মানস ভুঁইয়া, তাঁর ব্যক্তি পরিচয়, আর সাতটা বিধানসভা জুড়ে তাঁর দলের দাপুটে সংগঠনের জোরে এগিয়ে।