Jharkhand Assembly Elections: হাতে মাত্র ৭দিন, নির্বাচনী প্রচার জোরদার করল ঝাড়খণ্ডের সব রাজনৈতিক দল
মহারাষ্টের পাশাপাশি ঝাড়খণ্ডেও বিধানসভা নির্বাচনের ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নভেম্বরের ১৩ তারিখে প্রথম ধাপের ভোটগ্রহণ হওয়ার কথা। প্রথম দফায় যেসব এলাকায় ভোট গ্রহণ হবে সেই সব জায়গায় ইতিমধ্যেই নির্বাচনী প্রচার জোরদার হয়েছে। গতকাল ঝাড়খণ্ডে নিজের প্রচার শুরু করেছেন প্রধানমন্ত্রী মোদী। নির্বাচনী জনসভায় দাঁড়িয়ে ঝাড়খণ্ডের হেমন্ত সোরেনের নেতৃত্বাধীন জোট সরকারকে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীদের সহায়তা করার এবং রাজ্যের উপজাতি জনগোষ্ঠীকে বিপন্ন করার জন্য অভিযুক্ত করেন তিনি। ওই সভা থেকেই প্রধানমন্ত্রী ঝাড়খণ্ড বিজেপির নতুন ইশতেহার প্রবর্তন করেন। যার মধ্যে রয়েছে গোগো দিদি প্রকল্প, মহিলাদের প্রতি মাসে ২১০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি এবং বেকার যুবকদের জন্য ২০০০ টাকার বেকারত্ব ভাতা প্রদানকারী 'যুব সাথী ভাট্টা' কর্মসূচি।
অন্যদিকে কোডারমার ডোমচাচিতে নির্বাচনী সভায় ভাষণ দেওয়ার সময় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্য নাথ রাজ্যকে ধ্বংস করার জন্য মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে অভিযুক্ত করেন এবং বলেন যে আসন্ন নির্বাচনটি দুর্নীতিগ্রস্ত সরকারকে উপড়ে ফেলার সঠিক সময়।অন্যদিকে প্রবীণ জেএমএম নেতা এবং মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন বিজেপিকে ধর্মের নামে সমাজকে বিভক্ত করার জন্য অভিযুক্ত করেছেন।
আজ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং রাঁচি এবং লোহারদাগায় নির্বাচনী সভায় ভাষণ দেন। সভায় তিনি বলেন "....মণ্ডল মুর্মু ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের প্রস্তাবক হিসেবে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন এবং বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। মণ্ডল মুর্মু বুঝতে পেরেছিলেন যে জেএমএমের জাহাজ ডুবে যাচ্ছে। এটা স্পষ্ট যে এখানে এনডিএ সরকার গঠন করবে..."
অন্যদিকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে হাজারীবাগের মান্ডু এবং রাঁচির কাঙ্কে সমাবেশে ইন্ডিয়া জোটের ( I.N.D.I.A) প্রার্থীদের পক্ষে ভোট চাইবেন।