Lok sabha elections 2019: জানেন কী রাজ্যের ক'টা বিধানসভা আসনে লিড পেতে পারে বলে মনে করছে বিজেপি
বঙ্গে ৪২টি লোকসভা আসনের মধ্যে ২৩টি জয়ের লক্ষ্যমাত্রা নিয়ে নেমেছেন বিজেপি সভাপতি অমিত শাহ।
বঙ্গে ৪২টি লোকসভা আসনের মধ্যে ২৩টি জয়ের লক্ষ্যমাত্রা নিয়ে নেমেছেন বিজেপি (BJP) সভাপতি অমিত শাহ (Amit Shah)। বিজেপির রাজ্য নেতৃত্ব নিশ্চিত অন্তত ৮-১০টা লোকসভা আসনে তারা জিতছেন। সেটা করতে পারলেও কেন্দ্রীয় নেতৃত্বের কাছে সম্মানের পাস মার্ক পেয়ে যাবেন মুকুল রায় (Mukul Roy) -দিলীপ ঘোষ (Dilp Ghosh)-রা। তবে বিজেপির রাজ্য নেতৃত্বের চোখ শুধু ২০১৯ লোকসভা (2019 Lok sabha Election)-তেই আটকে নেই। এখন থেকেই পদ্ম শিবিরের চোখ ২০২১ বিধানসভা ভোট নিয়ে। বিজেপি-র অঙ্ক হল, কটা লোকসভা আসনে জেতা যাবে সেটা এখনও অনিশ্চিত থাকলে, ১০০-১১০টি বিধানসভা আসনে লিড আসতে পারে। তবে চাপ বাড়াবে দার্জিলিং (Darjeeling)। কারণ এই কেন্দ্রটি এবার জিততে মরিয়া তৃণমূল কংগ্রেস (TMC)।
যদি কোনও ভাবে দার্জিলিং দখলে রাখতে পারে বিজেপি তাহলে অনেকটাই কাজ আসান হবে। আর সেটা হলে ২০২১-এ মমতা বিদায়ের কাজটা সহজ হবে বলেই আশা বিজেপির। বিজেপি রাজ্য নেতৃত্বের কাছে রিপোর্ট তৃণমূলের নিশ্চিত জেতা আসনগুলোতেও এবার নাকি বিধানসভা কেন্দ্রে লিড মিলবে। যার মধ্যে দক্ষিণ বঙ্গের বেশ কিছু তৃণমূল গড়ও রয়েছে।
প্রসঙ্গত, ২০১৬ বিধানসভা নির্বাচন (2016 Vidhan sabha Election) তিনটে আসনে জিতেছিল বিজেপি। যদিও বেশ কিছু আসনে তারা তৃতীয়-চতুর্থ স্থান থেকে মজবুত দ্বিতীয় স্থানে উঠে এসেছে। যদিও তৃণমূল নেতারা এ বিষয়ে বলছেন, লোকসভা চার- পাঁচটা আসন পেলেও, বড়জোড় ৪০-৫০টি বিধানসভায় লিড পাবে বিজেপি। সব কিছু পরিষ্কার হয়ে যাবে, ২৩ মে।