Diamond Harbour Lok Sabha Constituency: কবে ভোট, প্রার্থীরা, সম্ভাব্য ফলাফল

দক্ষিণ ২৪ পরগনার এই লোকসভা কেন্দ্রটি গঠিত-ডায়মন্ড হারবার, ফলতা, সাতগাছিয়া, বিষ্ণুপুর (সংরক্ষিত), মহেশতলা, বজবজ, মেটিয়াব্রুজ বিধানসভা আসন নিয়ে।

অভিষেক ব্যানার্জির চোখ বড় জয়ের দিকে। (File Photo)

দক্ষিণ ২৪ পরগনার এই লোকসভা কেন্দ্রটি গঠিত-ডায়মন্ড হারবার (Diamond Harbour) , ফলতা (Falta), সাতগাছিয়া (Satgachia), বিষ্ণুপুর (Bishnupur) (সংরক্ষিত), মহেশতলা (Mahestala), বজবজ (Budge Budge), মেটিয়াব্রুজ (Metiabruz) বিধানসভা আসন নিয়ে। বামেদের একেবারে মজবুত ঘাঁটি ছিল ডায়মন্ডহারবার (Diamond Harbour ) কেন্দ্র। ১৯৬৭ থেকে টানা বারোটা লোকসভা কেন্দ্রে এখানে সিপিএম (CPM) প্রার্থীরাই অনায়াসে জিতে এসেছিলেন। ২০০৯ সাল থেকে এখানে পালাবদল হয়। সিপিএম প্রার্থী শমিক লাহিড়ি (Samik Lahiri)-কে দেড় লক্ষ ভোটে হারিয়ে সেবারই প্রথম এখানে জোড়াফুল ফুটিয়েছিলেন সোমেন্দ্র নাথ মিত্র (Somen Mitra)। ২০১৪ লোকসভা এখানে প্রার্থী করে আনা হয় মমতা ব্যানার্জির ভাইপো অভিষেক ব্যানার্জি (Abhishek Banerjee)-কে। অভিষেক ভোটে জিতে সাংসদ হন। এবারও তৃণমূলের নম্বর টু অভিষেকেই প্রার্থী। তৃণমূলের মূল লড়াই এখানে সিপিএমের সঙ্গে।

২০১৯ লোকসভার প্রার্থীরা

অভিষেক ব্যানার্জি (তৃণমূল)

ফুয়াদ হালিম (সিপিএম)

নীলাঞ্জন রায় (বিজেপি)

সৌম্য আইচ রায় (কংগ্রেস)

২০১৪ লোকসভার ফলাফল

অভিষেক ব্যানার্জি (তৃণমূল) ৫,০৮,৪৮১টি ভোট

আবুল হাসনাত (সিপিএম) ৪,৩৭,১৮৭টি ভোট

অভিজিত দাস (বিজেপি) ২,০০,৮৫৮টি ভোট

মহম্মদ কামারুজ্জামন (কংগ্রেস) ৬৩,০৪৭টি ভোট

ফলাফল

অভিষেক ব্যানার্জি (তৃণমূল) জয়ী ৭১,২৯৮ ভোটের ব্যবধানে।

কে এগিয়ে

প্রচারে বাকিদের চেয়ে অনেকটা এগিয়ে অভিষেক ব্যানার্জি।