PM Modi On Odisha: 'ওড়িশা সরকারের মেয়াদ শেষ হবে ৪ জুন, ১০ জুন শপথ নেবে বিজেপির মুখ্যমন্ত্রী'- বললেন প্রধানমন্ত্রী মোদী (দেখুন ভিডিও)
তবে ২০২৪ এর নির্বাচনের আগে পরিবর্তন হয়েছে রাজনৈতিক প্রেক্ষাপটের। ওড়িশার বুকে শক্তি বৃদ্ধি করেছে বিজেপি। লোকসভা আসনে টিকিট না পেয়েছে দল ছেড়েছে বিজেডির বিধায়ক থেকে বিদায়ী সাংসদরা। তাই ওড়িশা নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী
দেশজুড়ে লোকসভা নির্বাচনের মাঝে কিছু রাজ্যে সমান্তরাল ভাবে বিধানসভার নির্বাচনও সম্পন্ন হয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য ওড়িশা বিধানসভার ভোট। ষোড়শ ওড়িশা বিধানসভার মেয়াদ ২৪ জুন ২০২৪-এ শেষ হতে চলেছে। এর আগে ২০১৯ সালে নবীন পট্টনায়েকের নেতৃত্বে বিজু জনতা দল রাজ্যে সরকার গঠন করে।২০১৯ এর বিধানসভা নির্বাচনে বিজু জনতা দল (বিজেডি) ১৪৭ সদস্যের বিধানসভা আসনের মধ্যে ১১৩ টি জিতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়। অন্যদিকে প্রধান বিরোধী দল কংগ্রেসকে সরিয়ে নিজেদেরকে প্রাথমিক বিরোধী দল হিসেবে প্রতিষ্ঠা করে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। সেবার তাঁরা জেতে ২৩টি আসন এবং কংগ্রেস মাত্র নয়টি আসন পায়।
তবে ২০২৪ এর নির্বাচনের আগে পরিবর্তন হয়েছে রাজনৈতিক প্রেক্ষাপটের। ওড়িশার বুকে শক্তি বৃদ্ধি করেছে বিজেপি। লোকসভা আসনে টিকিট না পেয়েছে দল ছেড়েছে বিজেডির বিধায়ক থেকে বিদায়ী সাংসদরা। তাই ওড়িশা নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী। সংবাদ সংস্থা এ এন আই কে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী বলেছেন- "ওড়িশার ভাগ্য পরিবর্তন হতে চলেছে, এবার সরকার বদলাচ্ছে। আমি বলেছি যে বর্তমান ওড়িশা সরকারের মেয়াদ শেষ হওয়ার তারিখ ৪ জুন এবং আগামী ১০ জুন, বিজেপির মুখ্যমন্ত্রী ওড়িশায় শপথ নেবেন"
সাক্ষাৎকারে আর কী বলেছেন প্রধানমন্ত্রী শুনে নেব এক ক্লিকে-