Kalamassery Blasts: কেরলে বিস্ফোরণের ঘটনায় আত্মসমর্পণ ব্যক্তির, ভিডিয়োতে শুনুন ADGP-র বক্তব্য

কেরলের কালামাসেরি এলাকার জামরা ইন্টারন্যাশনাল কনভেনশন ও এগজিবিশন সেন্টারে জোড়া বিস্ফোরণের ঘটনায় রবিবার আত্মসমর্পণ করল এক ব্যক্তি।

Photo Credits: ANI

কালামাসেরি: কেরলের (Kerala) কালামাসেরি (Kalamassery) এলাকার জামরা ইন্টারন্যাশনাল কনভেনশন ও এগজিবিশন সেন্টারে (Zamra International Convention & Exhibition Centre) জোড়া বিস্ফোরণের (blast) ঘটনায় রবিবার আত্মসমর্পণ করল এক ব্যক্তি। ত্রিশুর গ্রামীণের (Thrissur Rural) কোডাকরা পুলিশ স্টেশনে (Kodakra Police Station) আত্মসমর্পণ (surrender) করা ডোমিনিক মার্টিন (Dominic Martin) নামে ওই ব্যক্তি দাবি (claim) করেছে যে সেই এই ঘটনা ঘটিয়েছে।

এপ্রসঙ্গে কেরলের এডিজিপি (আইন ও শৃঙ্খলা) (Kerala ADGP (law and order)) অজিত কুমার বলেন, "ত্রিশুর রুরালের (Thrissur Rural) কোডাকরা পুলিশ স্টেশনে এসে এক ব্যক্তি আত্মসমর্পণ করেছে। ডোমিনিক মার্টিন নামে ওই ব্যক্তি দাবি করেছে সেই এই বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে। পাশাপাশি সে একথাও জানিয়েছে যে সেই ওখানে প্রার্থনা করা একই দলের সদস্য। আমরা বিষয়টি পরীক্ষা (verifying) করে দেখছি। এর পাশাপাশি অন্যান্য সমস্ত দিকও খতিয়ে দেখা হচ্ছে। বিস্ফোরণ (blast) হলের একদম মধ্যিখানে হয়েছে।"

দেখুন ভিডিয়ো:

এর পাশাপাশি তিনি আরও বলেন, "বিস্ফোরণের (explosion) এই ঘটনায় একজনের মৃত্যু হয়েছে ও ৪৫ জনের মতো জখম (injured) হয়েছে। আরও পাঁচজনের অবস্থা খুব আশঙ্কাজনক (serious)। যিনি মারা গেছেন তিনি একজন মহিলা বলে সন্দেহ (suspect) করা করা হচ্ছে। পুড়ে যাওয়ার কারণে মৃত্যু হয়েছে তাঁর। জখমরাও পুড়ে গেছেন (burn injuries)। কেন্দ্রীয় সংস্থা (central agencies)-সহ সংশ্লিষ্ট সমস্ত সংস্থা তদন্ত করতে শুরু করেছে এবং আমরাও বিষয়টি খতিয়ে দেখছি।" আরও পড়ুন: Alert In Uttar Pradesh: কেরলে ধারাবাহিক বিস্ফোরণের জের, সতর্কতা জারি যোগীরাজ্যে

দেখুন ভিডিয়ো: