সংঘর্ষবিরতি লঙ্ঘন করলে যোগ্য জবাব দেওয়া হবে, পাকিস্তানকে হুঁশিয়ারি ভারতীয় সেনার

সংঘর্ষবিরতি লঙ্ঘন করে পাকিস্তান যদি সীমান্তের ওপার থেকে গোলাগুলি ছোঁড়ে তাহলে তার যোগ্য জবাব দেবে ভারত। মঙ্গলবার একটি সাংবাদিক বৈঠকে একথাই জানালেন ভারতের নর্দান সেনা কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী।

প্রতীকী ছবি(Photo Credit: PTI)

নয়াদিল্লি: সংঘর্ষবিরতি (Ceasefire) লঙ্ঘন (broken) করে পাকিস্তান (Pakistan) যদি সীমান্তের ওপার থেকে গোলাগুলি ছোঁড়ে তাহলে তার যোগ্য জবাব (befitting reply) দেবে ভারত (India)। মঙ্গলবার একটি সাংবাদিক বৈঠকে একথাই জানালেন ভারতের নর্দান সেনা কমান্ডার (Northern Army Commander) লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী (Lt Gen Upendra Dwivedi)।

এপ্রসঙ্গে তিনি বলেন, "দুই দেশের স্বার্থ রক্ষার জন্য (interest of both nations) যে সংঘর্ষবিরতির চুক্তি (ceasefire agreement) হয়েছিল তা রক্ষা করতে আমাদের সেনাবাহিনী (Military) সর্বদা সচেতন রয়েছে। কিন্তু, এটা যদি কোনও সময় ভাঙা হয় তাহলে আমরা তাদের যোগ্য জবাব দেব।"



@endif