Twins Score Identical Marks In CBSE Exams: CBSE-র ক্লাস টুয়েলভের পরীক্ষায় একই নম্বর যমজ বোনের!

সিবিএসই-র (CBSE Class 12 Exam) ক্লাস টুয়েলভের পরীক্ষায় একই নম্বর পেয়ে তাক লাগিয়ে দিলেন দুই যমজ বোন মানসী এবং মান্য। অবাক হচ্ছেন। তা হলেও এটাই একেবারে সত্যি। দু'জনেই ৯৫.৮ শতাংশ নম্বর পেয়েছেন। মানসী আর মান্য গ্রেটার নয়ডার অ্যাস্টর পাবলিক স্কুলের ছাত্রী। দুজনেই এবারে ক্লাস টুয়েলভের পরীক্ষা দিয়েছিল। দু'জনেই একই নম্বর পেয়েছেন প্রতিটি বিষয়েও। তাঁরা ইংরাজিতে ৯৮, কম্পিউটার সায়েন্সে ৯৮, ফিজিক্সে ৯৫, কেমিস্ট্রি এবং ফিজিক্যাল এডুকেশনেও ৯৫ নম্বর করে পেয়েছেন।

যমজ বোন মানসী এবং মান্য (Photo: ANI)

নয়ডা, ১৫ জুলাই: সিবিএসই-র (CBSE Class 12 Exam) ক্লাস টুয়েলভের পরীক্ষায় একই নম্বর পেয়ে তাক লাগিয়ে দিলেন দুই যমজ বোন মানসী এবং মান্য। অবাক হচ্ছেন। তা হলেও এটাই একেবারে সত্যি। দু'জনেই ৯৫.৮ শতাংশ নম্বর পেয়েছেন। মানসী আর মান্য গ্রেটার নয়ডার অ্যাস্টর পাবলিক স্কুলের ছাত্রী। দুজনেই এবারে ক্লাস টুয়েলভের পরীক্ষা দিয়েছিল। দু'জনেই একই নম্বর পেয়েছেন প্রতিটি বিষয়েও। তাঁরা ইংরাজিতে ৯৮, কম্পিউটার সায়েন্সে ৯৮, ফিজিক্সে ৯৫, কেমিস্ট্রি এবং ফিজিক্যাল এডুকেশনেও ৯৫ নম্বর করে পেয়েছেন।

মানসী আর মান্য দু'জনেই ইঞ্জিনিয়ারিং পড়ার পরিকল্পনা করছেন এবং জেইই পরীক্ষায় বসার অপেক্ষায় রয়েছেন। করোনাভাইরাস মহামারীজনিত কারণে সেপ্টেম্বরে হবে জেইই মেন পরীক্ষা। যমজ মানসী ও মান্যর একই রকম অভ্যাস রয়েছে। মাত্র নয় মিনিটের ব্যবধানে জন্ম নেওয়া এই যমজ বোনের খাবার এবং ব্যাডমিন্টনের প্রতি ভালোবাসা রয়েছে। তাঁরা বলছেন, পরীক্ষায় ভালো পারফরম্যান্সের বিষয়ে নিশ্চিত ছিলেন তবে একই নম্বর পাবে বলে কল্পনাও করেনি। মানসী পিটিআইকে বলেন, "সবাই আমাদের একই দেখতে হওয়ার কারণে মনে রাখে এবং কেবল নামের কারণে আমরা আলাদা।" আরও পড়ুন: CBSE 10th Result 2020: প্রকাশিত হল CBSE-র ক্লাস টেনের ফল, পাসের হার ৯১.৪৬ শতাংশ

অন্য দিক মান্য বলেন, "দু'বছর আগে আমি একটি খবর পড়েছিলাম, তাতে বলা হয়েছিল দুটি যমজ একই নম্বর পেয়েছে। তবে আমি ভেবেছিলাম এটি একটা কাকতালীয় ঘটনা। এখনও বিশ্বাস করতে পারছি না যে আমরাও একই স্কোর করেছি।" মান্য আরও জানিয়ছে যে তাদের দুই বোনের মধ্যে পড়াশোনা নিয়ে লড়াই ছিল। আগে তারা কখনও কোনও পরীক্ষায় একই নম্বর পায়নি।