Noida: আবাসনের জল খেয়ে গুরুতর অসুস্থ ২০০ আবাসিক, ৪ শিশুর অবস্থা আশঙ্কাজনক
অসুস্থদের মধ্যে অনেককেই হাসপাতালে ভর্তি করতে হচ্ছে। কিছুজনকে আবার প্রাথমিক চিকিৎসার পর বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। বমি, ডায়ারিরার মতো কিছু উপসর্গ দেখা দিচ্ছে।
নয়াদিল্লিঃ বাচ্চা(Children) থেকে শুরু কতে প্রাপ্তবয়স্ক(Adult) এক ধাক্কায় অসুস্থ(Sick) সক্কলে। প্রথমে এর কারণ বুঝে উঠতে না পারলেও পরে জানা যায় পানীয় জল(Drinking Water) থেকেই ছড়িয়েছে রোগ। একটি আবাসনের পানীয় জন খেয়ে কমপক্ষে অসুস্থ ২০০ জন। ঘটনাটি ঘটেছে গ্রেটার নয়ডার(Greater Noida) ইকো ভিলেজ-২ সোসাইটিতে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে আবাসন এলাকায়। আবাসিকদের দাবি সোসাইটির ট্যাঙ্কের জল পান করেই এই ঘটনা ঘটেছে। অসুস্থদের মধ্যে অনেককেই হাসপাতালে ভর্তি করতে হচ্ছে। কিছুজনকে আবার প্রাথমিক চিকিৎসার পর বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। বমি, ডায়ারিরার মতো কিছু উপসর্গ দেখা দিচ্ছে। চিকিৎসকেরাও জানান দূষিত জল পান করার ফলেই এই অসুস্থতার সৃষ্টি হয়েছে। এই সোসাইটির এক বাসিন্দা জানান, দু'দিন আগেই সোসাইটির ট্যাঙ্ক পরিষ্কার করা হয়। ট্যাঙ্ক পরিষ্কার করতে রাসায়নিক ব্যবহার করা হয়েছিল। সেই রাসায়নিক ভালভাবে পরিষ্কার না করেও তাতে জল ভরা হয়। ফলে সেই জলে রাসায়নিক মিশেই এই বিপত্তি ঘটেছে। অন্যদিকে, হাসপাতালে ভর্তি চার শিশুর অবস্থা আশঙ্কাজনক।