Anurag Thakur Meets Wrestlers: তড়িঘড়ি ফল! রাতেই প্রতিবাদী কুস্তিগীরদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের
ববিতা ফোগট, সাক্ষী মালিকা, বজরঙ্গ পুনিয়া, বিনেশ ফোগট-সহ অন্য প্রতিবাদী কুস্তিগীর কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর বাড়িতে যান।
নয়াদিল্লি: বিকেলেই কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর অসন্তোষ প্রকাশ করেছিলেন প্রতিবাদী কুস্তিগীররা (wrestlers)। এরপর থেকে বদলাতে থাকে ছবিটা। কুস্তিগীরদের অসন্তোষ যাতে আর না বাড়ে তার জন্য সঙ্গে সঙ্গে কুস্তি ফেডারেশনের (WFI) কাছে ৭২ ঘণ্টার মধ্যে জবাব তলব করেছিল। সন্ধেবেলায় কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর (Union Sports Minister Anurag Thakur) চণ্ডীগড়ে থাকা অবস্থাতেই জানিয়ে ছিলেন দিল্লি ফিরেই প্রতিবাদী কুস্তিগীরদের সঙ্গে দেখা করবেন।
সেই কথা মতো রাতে দিল্লিতে বিমান থেকে নামার পরই নিজের বাড়িতে প্রতিবাদীদের ডেকে নেন তিনি। তারপরই ববিতা ফোগট (Babita Phogat), সাক্ষী মালিকা (Sakshee Malikkh), বজরঙ্গ পুনিয়া (Bajrang Punia), বিনেশ ফোগট (Vinesh Phogat)-সহ অন্য প্রতিবাদী কুস্তিগীর কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর বাড়িতে যান।