Kunal Ghosh: মহুয়া মৈত্র প্রতিহিংসামূলক রাজনীতির শিকার, দাবি কুণালের

শনিবার সকালে তৃণমূল নেত্রী মহুয়া মৈত্রর (Mahua Moitra) বাড়িতে সিবিআইয়ের হানা নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। এই নিয়ে বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। তাঁর দাবি, "মহুয়া যেদিন থেকে দুর্নীতির বিরুদ্ধে সুর চড়িয়েছে সেদিন থেকে তাঁর বিরুদ্ধে প্রতিহিংসামূলক রাজনীতি করছে কেন্দ্র সরকার। তাঁকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়ার আগেই দোষী ঘোষণা করে দেওয়া হয়েছে। তবে এসব করে তাঁকে দমানো যাবে না। উনি কৃষ্ণনগরের প্রার্থী হয়েছেন। বিজেপি যাই করুক না কেন ওঁকে কোনওভাবেই হারাতে পারবে না"।