Giriraj Singh: বাংলায় গুন্ডারাজ চলছে, বিহারের যুবকদের হেনস্থা প্রসঙ্গে মন্তব্য গিরিরাজ সিংয়ের
বিহার থেকে বাংলায় পরীক্ষা দিতে এসেছিল দুই যুবক। তাঁদের হেনস্থা করে একদল ব্যক্তি। গতকাল এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।
বিহার থেকে বাংলায় পরীক্ষা দিতে এসেছিল দুই যুবক। তাঁদের হেনস্থা করে একদল ব্যক্তি। গতকাল এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা গিয়েছিল ঘরে ঢুকে দুই যুবককে ঘুম থেকে তুলে তাঁদের নথিপত্র দেখতে চায় ওই অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিরা। তাঁদের প্রশ্ন ছিল অন্য রাজ্য থেকে কেন এই রাজ্যে চাকরির পরীক্ষা দিতে আসবে। ভাইরাল ভিডিয়ো নিয়ে ইতিমধ্যেই নড়েচড়ে বসেছে রাজ্য সরকার। তৃণমূল নেতা কুণাল ঘোষের দাবি, এখনও এই নিয়ে কোনও মন্তব্য করার সময় আসেনি। মনে হয় কিছু স্থানীয় সমস্যা বা ব্যাক্তিগত সমস্যার কারণেই এই ঘটনাটি ঘটেছে। যদিও এই নিয়ে ইতিমধ্যেই আসরে নেমে পড়েছে বিজেপি।
কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংয়ের (Giriraj Singh) দাবি, বিহারের মুখ্যমন্ত্রী নিতিশ কুমার, বিজেপি নেতৃত্ব এই নিয়ে প্রতিবাদ করার পরেই বিষয়টি সকলের সামনে এসেছে। আমরা এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবো। বাংলাতে গুন্ডারাজ চলছে। তৃণমূল এই গুন্ডাগিরিকে মদত দিচ্ছে। তৃণমূল গুন্ডাদের সমর্থন করছেন। নাহলে কলকাতা শহরের মতো জায়গায় এরকম অবস্থা হয়। টিএমসি গুন্ডাদের সরকার, বাংলাদেশি ও রোহিঙ্গাদের সরকার। ওখান থেকে তো এখন হিন্দুরা ভয়ে পালাচ্ছে।
এদিকে এই ঘটনায় ইতিমধ্যেই দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। জানা যাচ্ছে আধা সামরিক বাহিনীর ফিজিক্যাল টেস্ট ছিল শিলিগুড়ির সেন্টারে। তাই তাঁরা রাণীডাঙায় একটি বাড়িতে ভাড়া ছিল। এদিন সেই বাড়িতে রজত ও গিরিধারির নেতৃত্বে একদল ব্যক্তি হানা দেয়। পুলিশসূত্রে জানা গিয়েছে এরা সকলেই বাংলা পক্ষের সদস্য। তবে এই ঘটনার পর বাংলা পক্ষে আহ্বায়ক গর্গ চট্টোপাধ্যায় নীরব। এমনকী তাঁর এক্স অ্যাকাউন্টও গায়েব হয়ে গিয়েছে বলে খবর।