Tragedy: বান্ধবীর সঙ্গে গোপনে পিৎজা ডেটে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের

বান্ধবীর বাড়িতে লুকিয়ে তাঁর সঙ্গে পিৎজা ডেটে (Secret Pizza Date) গিয়েছিলেন ২০ বছর বয়সী এক যুবক। কিন্তু হটাৎ করে কার যেন পায়ের শব্দ ভেসে আসে।

Secret Pizza Date

হায়দ্রাবাদ: বান্ধবীর বাড়িতে লুকিয়ে তাঁর সঙ্গে পিৎজা ডেটে (Secret Pizza Date) গিয়েছিলেন ২০ বছর বয়সী এক যুবক। কিন্তু হটাৎ করে কার যেন পায়ের শব্দ ভেসে আসে। শব্দ পেয়ে তিনতলা বিল্ডিংটির কার্নিশে লুকানোর চেষ্টা করে যুবক, তবে ইলেকট্রিক তারে স্পর্শ লেগে সে তিনতলা থেকে নীচে পড়ে যায়। ঘটনাটি যুবকের পরিবারের সদস্যদের জানানো হয়। তাঁরা ভোর ৩টায় ঘটনাস্থলে পৌঁছে ওই যুবককে  ওসমানিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায়  সাড়ে ৫টা নাগাদ তাঁর মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে রবিবার ভোররাতে।

পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম মোহাম্মদ শোয়েব। তাঁর বাবা বাবা শওকত আলির অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের হয়েছে। আরও পড়ুন: Mumbai : মুম্বইতে মহিলাকে ট্রেন থেকে ছুড়ে ফেলার অভিযোগ, ঘটনায় গ্রেফতার ১