Weather Ranchi: পুজোর আবহে রাঁচিতে প্রবল বৃষ্টি, জলমগ্ন একাধিক এলাকা, দশমী পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা ঝাড়খণ্ডে
একদিকে বাংলার বিভিন্ন জেলায় যেমন পুজোর আবহে ভারী থেকে অতিভারী বৃষ্টি হচ্ছে, তেমনই একই অবস্থা ঝাড়খণ্ডেও।
একদিকে বাংলার বিভিন্ন জেলায় যেমন পুজোর আবহে ভারী থেকে অতিভারী বৃষ্টি হচ্ছে, তেমনই একই অবস্থা ঝাড়খণ্ডেও (Jharkhand)। আগামী ৪৮ ঘন্টা বৃষ্টিপাত হবে রাঁচি সহ ৮টি জেলায়, এমনটাই জানাল আবহাওয়া দফতর। রাঁচিতেও বাঙালির সংখ্যা অনেক। ফলে এই পুজোর আবহ পড়শি রাজ্যেও বিদ্যমান। ফলে এই বৃষ্টির কারণে অনেকেই পুজোর প্যাণ্ডেল দেখতে যেতে পারছেন না। জানা যাচ্ছে, বুধবার সকাল থেকেই রাঁচি, গিরিডি, বোকারোতে প্রবল বৃষ্টিপাত হয়েছে। যে কারণে জলমগ্ন হয়েছে একাধিক এলাকা। অসময়ে বৃষ্টি হওয়ার কারণে অনেকেই এই উৎসবে সামিল হতে পারছেন না।
আবহাওয়া দফতর সূত্রে জানিয়েছে, আগামী ৪৮ ঘন্টা রাঁচি, গিরিডি, বোকারো, দেওঘর, জামতারা, হাজারিবাগ ও রামগড়ে ভারী থেকে অতিভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনকী দশমীতেও বৃষ্টি পড়ার সম্ভাবনা রয়েছে বিভিন্ন এলাকায়। ফলে এই আবহাওয়া রাজ্যবাসী কতটা শারদীয়ার উৎসবে সামিল হতে পারবেন, সেটাই বড় কথা। যদিও বাংলা, বিশেষ করে কলকাতাতে কিন্তু আগামী কয়েকদিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এর মধ্যেও অনেকেই বৃষ্টি মাথায় ঠাকুর দেখতে বেরোচ্ছেন।