Dating App Scam: ডেটিং অ্যাপে বন্ধুত্ব! ১.৩ কোটি টাকা হারালেন মুম্বইয়ের গৃহবধূ

ডেটিং অ্যাপ ইন্টারন্যাশনাল কিউপিডে বন্ধুত্ব করে প্রতারণার শিকার গৃহবধূ।

প্রতীকী ছবি (Photo Credit: X)

নয়াদিল্লি: ডেটিং অ্যাপে (Dating App) ১.৩ কোটি টাকা হারালেন মুম্বইয়ের মহিলা (Mumbai Woman) ৷ ৬৫ বছর বয়সী গৃহবধূ অভিযোগ করেছেন, ২০২৩ সালে ডেটিং অ্যাপ ইন্টারন্যাশনাল কিউপিড ব্যবহার করার সময় তিনি পল রাদারফোর্ড নামে একজন ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব করেন। ওই ব্যক্তি তাঁকে বলেছিলেন যে তিনি একজন আমেরিকান সিভিল ইঞ্জিনিয়ার, ফিলিপাইনে কর্মরত। তাঁর সঙ্গে বন্ধুত্ব করার পরে রাদারফোর্ড হঠাৎ একদিন বলেন, যে ফিলিপাইনে তাঁর একটি দুর্ঘটনা ঘটেছে জরুরি ভিত্তিতে অর্থের প্রয়োজন।

রাদারফোর্ড তাঁকে টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেন। সেই মতো গ্রহবধূ তাঁকে টাকা পাঠান। কিন্তু এরপর ওই মহিলা আর কোনও টাকা ফেরত পাননি। পরে তিনি বুঝতে পারেন যে তিনি আসলে প্রতারণার শিকার হয়েছেন। অভিযুক্ত ব্যক্তি এক বছরেরও বেশি সময় ধরে বিভিন্ন মানসিক কারসাজি, জাল পরিচয় এবং ছদ্মবেশ ব্যবহার করেছিল। দুর্বল ব্যক্তিদের লক্ষ্য করে এই ধরণের স্ক্যামগুলি ক্রমশ সাধারণ হয়ে উঠেছে।



@endif