Monalisa Holi Look 2024: হোলির আনন্দে মগ্ন মোনালিসা, রেঙে উঠেছেন ভোজপুরি তারকা...

Credit: Instagram

ভোজপুরি জনপ্রিয় অভিনেত্রী মোনালিসা, খুব ধুমধাম করে পালন করছেন রঙের উৎসব হোলি। ২০২৪ সালের হোলির একটি ভিডিও নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছেন মোনালিসা। ভিডিওতে আধুনিক সাজে দেখতে পাওয়া যায় তাকে। হোলি উপলক্ষে হট প্যান্ট ও টপ পরেছেন মোনালিসা।

নাচ গান করে উল্লাসের সঙ্গে মোনালিসা পালন করছেন হোলি। ভিডিওতে বিভিন্ন রঙের আবির দিয়ে ভর্তি একটি পাত্র হাতে নাচতে দেখা যায় তাকে। কখনও নিজেকে রাঙিয়ে তুলছেন সেই রঙে, আবার কখনও বাতাসে রং উড়িয়ে দিচ্ছেন। ভিডিওতে পরিবারের সদস্যদের সঙ্গেও রং খেলতে দেখা যায় মোনালিসাকে। পাশাপাশি তিনি তার ভক্তদের রঙের উৎসব হোলির শুভকামনাও জানিয়েছেন।



@endif