Bengaluru: দুই খুদে সন্তান-সহ বাবা মায়ের একসঙ্গে মৃত্যু, পরিবারের নির্মম পরিণতিতে ঘনাচ্ছে রহস্য

মৃত দুই শিশুর বয়স ৫ এবং ২। বছর ৩৮-এর অনুপ কুমার কর্মসূত্রে বেঙ্গালুর থাকতেন। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী রাখি (৩৫) এবং তাঁদের দুই খুদে সন্তান।

Representative Image (Photo Credit: File)

একসঙ্গে উদ্ধার পরিবারের চার সদস্যের মৃতদেহ। বেঙ্গালুরুর সদাশিবনগর থানা এলাকায় ভাড়া বাড়ি থেকে সোমবার সকালে উদ্ধার হয়েছে স্বামী স্ত্রী এবং তাঁদের দুই সন্তানের দেহ। পরিবারের চার সদস্যের মৃত্যু ঘিরে ঘনাচ্ছে রহস্য। পুলিশ সূত্রে খবর, মৃত দুই শিশুর বয়স ৫ এবং ২। বছর ৩৮-এর অনুপ কুমার কর্মসূত্রে বেঙ্গালুর থাকতেন। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী রাখি (৩৫) এবং দুই খুদে সন্তান। ওই পরিবার আদতে উত্তরপ্রদেশের এলাহাবাদের বাসিন্দা বলে জানা যাচ্ছে। চার মৃতদেহ উদ্ধার করে পাঠানো হিয়েছে ময়নাতদন্তের জন্যে।

আরও পড়ুনঃ কাশ্মীরে তীব্র ঠাণ্ডায় উদ্ধার পরিবারের পাঁচ সদস্যের মৃতদেহ, কাঠকয়লার ধোঁয়া কাড়ল প্রাণ

পরিবারের চার সদস্যের একসঙ্গে মৃত্যু...

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)



Kolkata FF Fatafat Today Result: অনলাইনে ফটাফট জেনে নিন কলকাতা ফটাফটের ফলাফল | 📰 LatestLY

Kolkata FF Fatafat Today Result: অনলাইনে ফটাফট জেনে নিন কলকাতা ফটাফটের ফলাফল

ঘরে বসেই জেনে নিন কলকাতা ফটাফট ১ জানুয়ারি ২০২৫-এর ফলাফল।

Kolkata FF Fatafat Result Today (Photo Credits: X)

Kolkata FF Fatafat January 1 Result: ঘরে বসেই জেনে নিন কলকাতা ফটাফট ১ জানুয়ারি ২০২৫-এর ফলাফল। সঠিক ফলাফল জানতে এই ওয়েবসাইটে www.kolkataff.com কিল্ক করুন। কলকাতা এফএফ বা ফাটাফাট আপনি শুধুমাত্র কলকাতাতেই (Kolkata) খেলতে পারবেন, কারণ খেলাটি শুধুমাত্র কলকাতা শহরের সীমার মধ্যেই সীমাবদ্ধ।

কলকাতা ফটাফট কি?

কলকাতা ফটাফট হল সাট্টা মটকার (Satta Matka) আদলে তৈরি এক ধরনের লটারির খেলা। ভারতে সাট্টা মটকা ব্যান হলেও অনলাইন ওয়েবসাইটটি অথরাইজড। সোম থেকে রবিবার পর্যন্ত প্রতিদিন বাজি নামে, মোট আট রাউন্ড খেলা হয়। প্রতিটি খেলা বা বাজি শেষ হওয়ার পরে কলকাতা ফাটাফাট লটারির ফলাফল ঘোষণা করা।

ফলাফল ঘোষণার সময় জেনে নিন

রাউন্ড (বাজি) ও সময়

১ম বাজি সকাল ১০:০৩

২য় বাজি সকাল ১১:৩৩

৩য় বাজি দুপুর ০১:০৩

৪র্থ বাজি দুপুর ০২:৩৩

৫ম বাজি বিকাল ০৪:০৩

৬ষ্ঠ বাজি বিকাল ৫:৩৩

৭ম বাজি সন্ধ্যা ০৭:০৩

8ম বাজি রাত ০৮:৩৩

খেলা চলে সম্পূর্ণরূপে অনুমানের উপর ভিত্তি করে। আপনার অনুমান সঠিক হলে, আপনি পুরস্কারের টাকা জিততে পারেন। লটারি এবং জুয়া ভারতে আইনত ভাবে নিষিদ্ধ। তবে গেমিংয়ের আড়ালে দেশে বেশ কিছু স্থানে লটারি খেলা হয়। কেরালা, সিকিম, নাগাল্যান্ড, শিলং, পশ্চিমবঙ্গ, কেরালা, মহারাষ্ট্র, গোয়া ইত্যাদি সহ সারা দেশে শুধুমাত্র ১৩টি রাজ্যে লটারি বৈধ।

সতর্কবার্তা

কলকাতা ফটাফটের মতো লটারি খেলাগুলি আপনার জন্য বিপদজনক হতে পারে। আর্থিক ঝুঁকি এবং জুয়া খেলার সঙ্গে সম্পর্কিত আইন গুলির কথা মনে করিয়ে দিয়ে লেটেস্টলি মিডিয়ার তরফ থেকে এই খেলায় অংশগ্রহণকারীদের সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে। সচেতন থেকে এই খেলায় অংশগ্রহণ করুন।