Hema Committee Report: 'শৈশবে বাবার হাতে যৌন হেনস্থার শিকার', হেমা কমিটির রিপোর্টের পর মুখ খুললেন অভিনেত্রী খুশবু সুন্দর
হেমা কমিটি’র সাহসী নারীদের অভিন্দন জানিয়ে অভিনেত্রী-রাজনীতিবিদ খুশবু সুন্দর শৈশবে নিজের সঙ্গে ঘটা অন্যায়ের কথা জানালেন।
নয়াদিল্ল: মালয়ালাম বিনোদন জগতে অভিনেত্রীদের হেনস্থার ঘটনা নতুন নয়, এ যেন খুব স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি হেমা কমিটির রিপোর্ট (Hema Committee Report) আসার পর অভিনেত্রী-রাজনীতিবিদ খুশবু সুন্দরের (Actor and Politician Khushbu Sundar) সঙ্গে যে অন্যায় হয়েছে তা নিয়ে তিনি খোলামেলা কথা বলেছেন।
আজ খুশবু সুন্দর তাঁর অফিসিয়াল অ্যাকাউন্ট এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘অভিনন্দন সেই সব নারীদের যারা তাঁদের জায়গায় অটল থেকে বিজয়ী হয়েছেন। হেমা কমিটির রিপোর্ট নিয়ে তিনি প্রশংসা করেছেন দক্ষিণের সেই সব নারীদের যারা সঙ্কোচ না করে এগিয়ে এসেছেন। অভিনেত্রী আরও লিখেছেন, অনেক সময় দুর্ব্যবহার, যৌন হেনস্থা এসবের শিকার হয়েও মহিলারা তাঁদের কেরিয়ারকে এগিয়ে নিয়ে যেতে আপোস করে থাকেন। কেন একজন মহিলাকে এই সব কিছুর মধ্য দিয়ে যেতে হবে? পুরুষদের দোষ হলেও নারীদেরই এর খেসারত বহন করতে হয়। তাই আপনি শুধু আওয়াজ তুলুন। আপনার আওয়াজ ক্ষত নিরাময় এবং মূল থেকে রোগ নির্ণয় করতে সাহায্য করবে। খুশবু লিখেছেন, তিনি শৈশবে তাঁর বাবার হাতে যৌন হেনস্থার শিকার হয়েছিলেন।
গত ১৯ আগস্ট কেরালার হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি কে হেমার নেতৃত্বাধীন একটি কমিটি (হেমা কমিটি) মালয়ালম ফিল্ম ইন্ডাস্ট্রিতে নারীদের কাজের পরিস্থিতি নিয়ে তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশ্যে আসার পর উত্তাল হয়ে উঠেছে পরিস্থিতি। টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্রও বিষয়টি নিয়ে মুখ খুলেছেন।
২০১৯ সালের ডিসেম্বরে ২৯৫ পৃষ্ঠার রিপোর্টটি কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের কাছে জমা দেওয়া হয়েছিল, সেটি চলতি মাসে একটি সরকারি তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ্যে আসে।
উল্লেখ্য, প্রয়াত বলিউড অভিনেতা অভিষেক ব্যানার্জিও হেমা কমিটির রিপোর্টের প্রতিক্রিয়া জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, যে মালায়ালাম ইন্ডাস্ট্রিতে যা ঘটেছে তা শুনতেই ভয় লাগে। এটি সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য। আমি সমস্ত নারী শিল্পীদের বলতে চাই নিরাপত্তা এবং সম্মানের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছু নয়।