Karnataka Assembly Election Result 2023: নিরাপত্তায় মোড়া কর্ণাটক, বিজেপি নাকি কংগ্রেস কার দখলে কুর্সি?
২২৪টি আসনের মধ্যে সংখ্যাগরিষ্ঠ ভোটে জয়ী হবে বিজেপি, নিজেদের জয় নিয়ে একেবারে নিশ্চিত কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্বাই
বেঙ্গালুরু, ১৩ মেঃ কর্ণাটকের কর্সিতে বসবে কোন দল! কার হাতে যাবে রাজ্যের রাশ? ক্ষমতাসীন বিজেপি নাকি কংগ্রেস! আজই তার ফলাফল গণনা। সকাল ৮টা থেকে শুরু হবে ভোট গণনা পর্ব (Karnataka Assembly Election Result 2023)। কর্ণাটক বিধানসভা নির্বাচনের ফলাফল গণনা নিয়ে তৈরি হয়েছে টানটান উত্তেজনা। বিজেপি বনাম কংগ্রেসের এই ভোট যুদ্ধে কে কাকে টেক্কা দেবে সেই ফলাফলের দিকে চেয়ে রয়েছে গোটা দেশবাসী।
২২৪টি আসনের মধ্যে সংখ্যাগরিষ্ঠ ভোটে জয়ী হবে বিজেপি, নিজেদের জয় নিয়ে একেবারে নিশ্চিত কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্বাই।
অন্যদিকে, ক্ষমতাসীন বিজেপিকে সরিয়ে কর্ণাটকের কুর্সি কংগ্রেসের দখলে আসছে বলেই দাবি কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশের। কর্ণাটকের বিধানসভা নির্বাচনকে সিঁড়ি করে ২০২৪ এর লোকসভা নির্বাচনে দিল্লির রাস্তা প্রশস্ত হবে বলেই আশ্বাস কংগ্রেসের। ভোট গণনা পর্বের আগে থেকেই দুই দল নিজেদের নেতাদের নিয়ে একের পর এক জরুরি বৈঠকের ডাক দিয়েছে।
গত ১০ মে ২২৪টি আসনে কর্ণাটকে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল (Karnataka Assembly Election 2023)। আজ শনিবার সেই নির্বাচনের ফলাফল প্রকাশের দিন। ভোট গণনার আগে গোটা রাজ্য কড়া নিরাপত্তার মোড়কে ঢাকা হয়েছে।