Jammu and Kashmir: লাগাতার বৃষ্টি, তুষারপাতে বিপর্যস্ত ভূ-স্বর্গ, সর্বশান্ত হয়ে ত্রাণ শিবিরে ঠাঁই শয়ে শয়ে কাশ্মীরির
টানা কয়েকদিন যাবত ভারি বৃষ্টিপাতের জেরে কাশ্মীরের একাধিক জায়গায় ধস নেমেছে। এমন বিপর্যস্ত পরিস্থিতির মাঝে দোসর হয়ে জুটেছে তুষারপাত। সোমবার কাশ্মীরের সোনমার্গে নেমেছে বরফধস।
কাশ্মীর, ৩০ এপ্রিলঃ বৈশাখের আগমনের আগে থেকেই তীব্র তাপপ্রবাহে পুড়ছে পশ্চিমবঙ্গ-সহ দেশের পূর্বের রাজ্যগুলি। হাঁসফাঁস করা গরমে যখন নাকাল অবস্থা ওই সমস্ত একালাবাসীর তখন লাগাতার বৃষ্টি (Rainfall), তুষারপাতের (Snowfall) জেরে বেহাল অবস্থা জম্মু কাশ্মীরের (Jammu and Kashmir)। টানা কয়েকদিন যাবত ভারি বৃষ্টিপাতের জেরে কাশ্মীরের একাধিক জায়গায় ধস (Landslide) নেমেছে। এমন বিপর্যস্ত পরিস্থিতির মাঝে দোসর হয়ে জুটেছে তুষারপাত। সোমবার কাশ্মীরের সোনমার্গে নেমেছে বরফধস। বরফে ঢেকে গিয়েছে গুলমার্গ।
ভূমিধস, তুষারধসে ভেঙে পড়েছে বহু ঘরবাড়ি। সর্বস্ব খুইয়ে সর্বশান্ত হয়েছেন শয়ে শয়ে মানুষ। তাঁদের ঠাঁই হয়েছে ত্রাণ শিবিরে। বহু এলাকায় নেমেছে হড়পা বানও। বিপন্ন হয়েছে জনজীবন। প্রাকৃতিক দুর্যোগের জেরে প্রশাসনের তরফে স্কুলগুলোতে ছুটি ঘোষণা করা হয়েছে। স্থানীয়দের ইতিমধ্যেই প্রশাসনের তরফে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
বিপর্যস্ত কাশ্মীর...
জানা যাচ্ছে, জম্মু কাশ্মীরের দোদা, রিয়াসি, কিশতওয়াড় এবং রামবান জেলায় সব চেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। হড়পা বানে ভেসে গিয়ে ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। যার মধ্যে ২ জনের দেহ উদ্ধার হয়েছে। বিগত কয়েকদিনে উপত্যকার বিপর্যয় ১২ জন শিশু সহ মোট ২২ জনের প্রাণ কেড়েছে বলে খবর। ঘরবাড়ি ভেঙে পড়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ রাস্তা, একাধিক বিদ্যুতের ঘাঁটি উপড়ে গিয়েছে। বিচ্ছিন্ন হয়েছে যোগাযোগ ব্যবস্থা। ভূ-স্বর্গের চিত্র ধ্বংসপুরীর চেহারা নিয়েছে।