India and Bangladesh: দিল্লিতে চলছে ভারত ও বাংলাদেশের সীমান্ত ও নিরাপত্তা সংক্রান্ত বৈঠক
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে নিরাপত্তা ও সীমান্ত সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় বসেছেন দুই দেশের উচ্চপদস্থ আধিকারিকরা।
নয়াদিল্লি: সোমবার নয়াদিল্লিতে (New Delhi) শুরু হল ভারত (India) ও বাংলাদেশের (Bangladesh) ১৮তম জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠক (18th Joint Working Group meeting)। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে (Ministry of Home Affairs) নিরাপত্তা ও সীমান্ত সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় বসেছেন দুই দেশের উচ্চপদস্থ আধিকারিকরা।
বিভিন্ন সময় অনুপ্রবেশ-সহ বিভিন্ন বিষয় নিয়ে সাময়িক উত্তেজনা তৈরি হয় ভারত ও বাংলাদেশের সীমান্তে মোতায়েন বিএসএফ (BSF) ও বিজিবি (BGB)-র মধ্যে। কখনও কখনও চোরাচালান আটকানোর জন্য বিএসএফের গুলিতে মৃত্যু বা জখম হওয়ার ঘটনা ঘটে বাংলাদেশ সীমান্তে। এর পাশাপাশি বাংলাদেশ ও ত্রিপুরার মাটিকে ব্যবহার করে বিভিন্ন মাদক পাচারের ঘটনাও ঘটে বলে অভিযোগ। এই সমস্ত বিষয়-সহ দুই দেশের সীমান্তে পারস্পরিক সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে ১৮ তম জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠকে আলোচনা হবে বলে সূত্রের খবর। সোমবার ও মঙ্গলবার ভারত এবং বাংলাদেশের আধিকারিকদের মধ্যে এই বৈঠক নর্থ ব্লকে চলবে।