Nitin Gadkari: রাজনীতির জন্য কখনই আমার বিশ্বাসের সঙ্গে আপোস করিনি, মন্তব্য নীতিন গড়করির
বর্তমান ভারতে ধর্মীয় মেরুকরণের রাজনীতি চলছে। এবং এরজন্য দীর্ঘদিন ধরেই বিজেপির ওপর অভিযোগের আঙুল তুলে আসছেন বিরোধী দলের নেতারা।
বর্তমান ভারতে ধর্মীয় মেরুকরণের রাজনীতি চলছে। এবং এরজন্য দীর্ঘদিন ধরেই বিজেপির ওপর অভিযোগের আঙুল তুলে আসছেন বিরোধী দলের নেতারা। তবে বিজেপির গুরুত্বপূর্ণ নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী হওয়া সত্ত্বেও যে ধর্ম নিয়ে রাজনীতি করে না তা স্পষ্ট করলেন নীতিন গড়করি (Nitin Gadkari)। সম্প্রতি পুনেতে বিজেপির জনসভায় এমনটাই দাবি করলেন তিনি। নীতিন গড়করি বলেন, "বিগত কয়েকবছর ধরে আমি রাজনীতি করছি এবং এর পাশাপাশি আমি দীর্ঘদিন ধরেই সমাজসেবা করে আসছি। তবে কখনই রাজনীতির জন্য আমার বিশ্বাসের সঙ্গে আপোস করিনি। লোকসভা নির্বাচনের সময় বহু ধর্ম, বহু জাতির মানুষ আমার সঙ্গে দেখা করেছে"।
কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেন, "আমি প্রকাশ্যেই বলছি, কোনও মানুষ জাতি বা ধর্মের জন্য মহান হন না, বরং তিনি মহান হন তাঁর গুনের জন্য। আমাদের দেশের সাধকরা বলেছেন সমাজ থেকে জাতি, ধর্ম, বর্ণ, উচ-নীচ সমস্ত বৈষম্যতা দূর করতে হবে। এবং সামাজিক ও অর্থনৈতিক সমতা সমাজে প্রতিষ্ঠিত করতে হবে। আমি কারোর চাপে থাকতে চাই না। সকলের ভালো হোক, কিন্তু রাজনৈতিক লাভ পাওয়ার জন্য নির্বাচনের সময়ে ধর্ম নিয়ে রাজনীতি করা উচিত নয়"।
প্রসঙ্গত, চলতি মাসেই জম্মু-কাশ্মীরে নির্বাচন শুরু হয়েছে। হরিয়ানায় নির্বাচন হবে আগামী ১ অক্টোবরর। অন্যদিকে মহারাষ্ট্রে ও ঝাড়খণ্ডে নির্বাচন হতে পারে নভেম্বরের মধ্যে। সবমিলিয়ে এখনও বিজেপি কংগ্রেসের পাখির চোখ এই কয়েকটি রাজ্য। মহারাষ্ট্রে সরকার ধরে রাখতে মরিয়া বিজেপি।