Chirag Paswan: আসন নিয়ে আমরা চিন্তিত নই, ঝাড়খণ্ডে সরকার গড়াই আমাদের প্রধান লক্ষ্য, দাবি চিরাগ পাসোয়ানের

আগামী ১৩ নভেম্বর ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচন। আর এই নির্বাচনে আসন সমঝোতা নিয়ে ইতিমধ্যেই ইন্ডিয়া জোটে মতানৈক্য শুরু হয়েছে। এনডিএ-তেও এই  নিয়ে কথাবার্তা চলছে। তবে এই নিয়ে এলজেপি-র সাফ দাবি,  তাঁরা আসন নিয়ে এখন চিন্তিত নয়। বরং তাঁদের লক্ষ্যমাত্রা ঝাড়খণ্ডে সরকার গড়া। এলজেপি (রামবিলাস)-এর নেতা চিরাগ পাসোয়ান (Chirag Paswan) বলেন, "আমরা একটি আসনের দায়িত্ব দিলেও আমরা পুরো শক্তি দিয়ে জেতার চেষ্টা করব। আসন নিয়ে আমাদের কোনও মান অভিমাম নেই। আমাদের এখন একটাই লক্ষ্য ঝাড়খণ্ডে সরকার গড়া। ঝাড়খণ্ডে এই নিয়ে আমাদের নেতৃত্ব বিজেপি ও বাকি শরিক দলগুলির সঙ্গে বৈঠক করছে। আমার বাবা রামবিলাস পাসোয়ান ২০১৪ সালে একটি আসনেই লড়েছিল"।

এই নির্বাচনে ৮১টি আসনের মধ্যে ৬৮টি আসনে লড়বে বিজেপি। এলজেপিকে দেওয়া হয়েছে ১টি আসন। অন্যদিকে আইজেসুর দায়িত্বে ১০টি আসন এবং জেডিইউকে ২টি আসন দেওয়া হয়েছে। যদিও এই নিয়ে এনডিএ-র অন্দরেও এই নিয়ে ক্ষোভ দেখা দিচ্ছে। তবে এখনও প্রকাশ্যে এই নিয়ে কেউই কোনও মন্তব্য করেননি।