নয়াদিল্লিঃ ছ'বছরের সম্পর্ক (Relationship)। একে অপরের হাত ধরে বাকি জীবন কাটানোর সিদ্ধান্ত নিয়েছিল যুগল (Couple)। কিন্তু নিজের প্রেমিকার হাতে যে এই ধরনের আক্রমণের শিকার হবেন তা বোধ হয় স্বপ্নেও ভাবেননি প্রেমিক(Boyfriend)। সম্প্রতি একটি ঘটনার জেরে উত্তাল উত্তরপ্রদেশ (Uutar Pradesh)। বচসার জেরে প্রেমিককে বাড়িতে ডেকে যৌনাঙ্গ কেটে দিল প্রেমিকা। হাসপাতালে চিকিৎসাধীন প্রেমিক। হাড়হিম করা ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের শান্ত কবির জেলার মুশারা গ্রামে।
রাগের মাথায় প্রেমিকের যৌনাঙ্গ কেটে নিল প্রেমিকা
আক্রান্ত যুবকের নাম বিকাশ নিশাদ। বয়স মাত্র ১৯। উত্তরপ্রদেশের কোতয়ালির জঙ্গল কালার বাসিন্দা। মুশারা গ্রামের এক তরুণীর সঙ্গে দীর্ঘ ছয় বছর ধরে প্রেমের সম্পর্ক তাঁর। এদিন নিজের বাড়িতেই প্রেমিককে ডেকে পাঠান ওই তরুণী। কথামতো প্রেমিকার বাড়িতে যান বিকাশ। সেখানেই দু'জনের মধ্যে বচসা শুরু হয়। বচসা চরমে পৌঁছলে বিকাশের যৌনাঙ্গ কেটে দেয় প্রেমিকা। যদিও কী নিয়ে অশান্তি তা এখনও জানা যায়নি। এরপর রক্তাক্ত অবস্থায় কোনওরকমে সেখান থেকে পালান তিনি। এরপর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রচুর রক্তক্ষরণ হওয়ায় তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর। এই ঘটনায় এখনও পর্যন্ত লিখিত কোনও অভিযোগ দায়ের হয়েছে বলে খবর মেলেনি।
বচসার জের, বাড়িতে ডেকে প্রেমিকের যৌনাঙ্গ কেটে দিল প্রেমিকা
उत्तर प्रदेश के संत कबीरनगर जिले से एक हैरान कर देने वाली घटना सामने आई है. जिले के खलीलाबाद कोतवाली इलाके के मुसहरा गांव में एक प्रेमिका ने अपने प्रेमी का प्राइवेट पार्ट ही काट डाला. बताया जा रहा है कि दोनों में किसी बात को लेकर झगड़ा हुआ, जिसके बाद प्रेमिका ने प्रेमी के साथ ऐसा… pic.twitter.com/tTnYCiXQgT
— TV9 Bharatvarsh (@TV9Bharatvarsh) July 2, 2025