Raksha Bandhan 2023: জম্মু-কাশ্মীর সীমান্ত এলাকায় জওয়ানদের হাতে রাখি বাঁধলেন ছাত্রী ও মহিলারা, দেখুন ভিডিও
আজ ভারতজুড়ে পালন হচ্ছে রাখি উৎসব। সকাল সকাল জম্মু ও কাশ্মীরের সীমান্ত এলাকায় (Jammu and Kashmir Border Areas) একটি সুন্দর মুহূর্ত দেখা গেল।
নয়াদিল্লি : আজ ভারতজুড়ে পালন হচ্ছে রাখি উৎসব। সকাল সকাল জম্মু ও কাশ্মীরের সীমান্ত এলাকায় (Jammu and Kashmir Border Areas) একটি সুন্দর মুহূর্ত দেখা গেল। ভারতীয় সেনাবাহিনী এবং সিআরপিএফ জওয়ানদের হাতে রাখি বেঁধে দিচ্ছে স্কুল ছাত্রী এবং মহিলারা। আখনুর (Akhnoor), উধমপুর (Udhampur) এবং সাম্বা সীমান্ত এলাকায় জওয়ানদের হাতে সেখান মেয়ারা রাখি বেঁধে দিয়ে তাঁদের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করলেন। দেখুন জওয়ানদের হাতে রাখি পরিয়ে দেওয়ার সেই সুন্দর মুহূর্তের ভিডিও। আরও পড়ুন : Raksha Bandhan 2023: মহিলা জেল বন্দীদের হাতে তৈরি রাখী নিয়ে স্টল গোরখপুর জেলা কারাগারে, দেখুন সেই ছবি
দেখুন টুইট