Indian Fishermen: জলসীমা লঙ্ঘনের অভিযোগ শ্রীলঙ্কায় আটক ২৭ ভারতীয় মৎসজীবী, মুক্তির দাবিতে রামেশ্বরমে অনির্দিষ্টকালের ধর্মঘট মৎসজীবীদের
শ্রীলঙ্কার নৌবাহিনীর হাতে আটক ২৭ মৎসজীবী এবং পাঁচটি নৌকার মুক্তির দাবিতে তামিলনাড়ুর রামেশ্বরমের মৎস্যজীবী সমিতির সদস্যরা অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে।
তামিলনাড়ু: শ্রীলঙ্কার নৌবাহিনীর হাতে আটক ২৭ মৎসজীবী এবং পাঁচটি নৌকার মুক্তির দাবিতে তামিলনাড়ুর রামেশ্বরমের মৎস্যজীবী সমিতির সদস্যরা অনির্দিষ্টকালের ধর্মঘট (Indefinite Strike) শুরু করেছে। সূত্রে খবর গত ১৪ অক্টোবর রামেশ্বরমের ৪০০ জনেরও বেশি মৎসজীবী (Fishermen) মাছ ধরতে সমুদ্রে গিয়েছিল। শ্রীলঙ্কার জলসীমায় আন্তর্জাতিক সমুদ্রসীমা রেখা (IMBL) অতিক্রম করার অভিযোগে সে দেশের নৌসেনা (Sri Lankan Navy) ২৭ মৎসজীবী ও পাঁচটি নৌকা আটক করেছে।
উল্লেখ্য, শ্রীলঙ্কার নৌবাহিনী গত ১৩ সেপ্টেম্বর দ্বীপের আঞ্চলিক জলসীমায় শিকারের অভিযোগে ১৭ জেলে এবং তাঁদের তিনটি নৌকা আটক করেছিল। রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপের পর ২৭ সেপ্টেম্বর শ্রীলঙ্কার একটি আদালত তাঁদের মুক্তি দেয়। ওই মৎস্যজীবীরা গত ১৪ অক্টোবর চেন্নাই পৌঁছেছেন।
দেখুন
তামিলনাড়ু থেকে বারবার জেলেদের আটকের ঘটনা এই অঞ্চলের মৎসজীবীদের মধ্যে ভয় ও অনিশ্চয়তার পরিবেশ তৈরি করেছে।