Eid Ul Fitr 2024: ভারতে কবে পালিত হবে ঈদ-উল-ফিতর, জেনে নিন রমজান ঈদের তারিখ ও গুরুত্ব...
ইসলামি ক্যালেন্ডারের নবম মাস হল রমজান মাস এবং এই মাসের শেষ দিনে পালন করা হয় ঈদ-উল-ফিতর। একই দিনে ইসলামি ক্যালেন্ডারের দশম মাস শাওয়াল মাসের প্রথম দিনে পালন করা হয় ঈদের উৎসব। মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছে ঈদের উৎসব অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তারা সবাই এই দিনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে। ঈদ-উল-ফিতরের উৎসবকে রোজা পূর্ণতার প্রতীক হিসেবে ধরা হয়। পবিত্র রমজান মাসে, মুসলমানরা গোটা মাসে রোজা রাখে এবং ঈদের চাঁদ দেখার পর রমজানের রোজা শেষ করে। এরপর খুব ধুমধাম করে পালন করা হয় ঈদ-উল-ফিতর উৎসব।
ইসলামিক ক্যালেন্ডার অনুসারে, ঈদের উৎসবটি পালিত হয় দশম মাস শাওয়াল মাসের প্রথম দিনে। ২০২৪ সালে ঈদের উৎসব পালন করা হবে ১০ এপ্রিল। তবে এদিন সকাল থেকে নয়, রাতে চাঁদ দেখার পর থেকে মুসলমানরা এই উৎসব পালন করে। তাই চাঁদ দেখা গেলেই ঈদের সঠিক তারিখ নির্ধারণ করা হয়। তবে আশা করা হচ্ছে ১০ এপ্রিল বা ১১ এপ্রিল চাঁদ দেখা যাবে এবং পালন করা হবে ঈদ।
ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব হল ঈদ। মুসলিম সম্প্রদায়ের মানুষেরা খুব আনন্দের সঙ্গে সবাই মিলে এই উৎসবটি পালন করে। ঈদ-উল-ফিতর উৎসব নিয়ে মান্যতা রয়েছে, এই বিশেষ দিনে যুদ্ধে জয়লাভ করেছিলেন নবী হজরত মুহাম্মদ বদর। এই খুশিতে প্রতিবছর পালন করা হয় ঈদ। ৬২৪ খ্রিস্টাব্দে প্রথমবার পালন করা হয় ঈদ-উল-ফিতর উৎসব। ঈদ উৎসব হল আনন্দ, ভালোবাসা, সম্প্রীতি, শান্তি, ও ভ্রাতৃত্ববোধের প্রতীক। তাই এই দিন সকলে একে অপরকে জড়িয়ে ধরে ঈদের শুভেচ্ছা জানায়।