Haridwar: দেনার দায়ে জর্জরিত দম্পতি একে অপরের হাত ধরে গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা
ঋণে জর্জরিত দম্পতির গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা, সুইসাইড নোট উদ্ধার।
নয়াদিল্লি: হরিদ্বারে একটি বেদনাদায়ক ঘটনা সামনে এসেছে।এক ব্যবসায়ী ও তাঁর স্ত্রী ঋণের দায়ে জর্জরিত হয়ে গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। স্থানীয় সূত্রে খবর, তাঁরা দুজনে বাইকে করে হরিদ্বারে পৌঁছন তারপর একে অপরের হাত ধরে গঙ্গায় ঝাঁপ দেন। সৌরভের প্রায় ১০ কোটি টাকা ঋণ ছিল, যা থেকে পুনরুদ্ধারের কোনও উপায় তিনি দেখতে পাননি। মৃত্যুর আগে, সৌরভ হোয়াটসঅ্যাপে তার আত্মীয়দের কাছে একটি সুইসাইড নোট পাঠিয়েছিলেন, যেখানে তিনি তাঁর অবস্থা বর্ণনা করেছিলেন। সুইসাইড নোট থেকে স্পষ্ট যে তিনি ঋণের বোঝায় এতটাই অস্থির ছিলেন যে অন্য কোনও সমাধান তিনি দেখতে পাননি। সৌরভ ও তাঁর স্ত্রীর দুটি সন্তান ছিল।
উত্তরাখণ্ডের হরিদ্বারে গঙ্গায় ব্যবসায়ী সৌরভের মৃতদেহ ভাসতে দেখা যায়, তাঁর স্ত্রী মোনার এখনও খোঁজ চলছে। পুলিশ সৌরভের দেহ হেফাজতে নিয়ে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।