J&K Assembly Election 2024: জম্মু-কাশ্মীরের বিধানসভা নির্বাচনে তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করল কংগ্রেস নেতৃত্ব

আগামী ১৮ সেপ্টেম্বর জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচন। আর এই নির্বাচনে পিডিপি, এনসির সঙ্গে সমানভাবে লড়বে কংগ্রেস।

Photo Credits: PTI

আগামী ১৮ সেপ্টেম্বর জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচন। আর এই নির্বাচনে পিডিপি, এনসির সঙ্গে সমানভাবে লড়বে কংগ্রেস (Congress)। মূলত, বিজেপিকে আটকাতে কোমর বেঁধে নেমেছে বিরোধী দলগুলি। যদিও এনসির সঙ্গে আসন সমঝোতা করে কংগ্রেস লড়বে ঠিকই, কিন্তু মেহেবুবা মুফতিদের সঙ্গে কোনও সমঝোতা করছে না হাত শিবির। এই অবস্থায় জম্মু-কাশ্মীর নির্বাচনের জন্য তৃতীয় প্রার্থীতালিকা প্রকাশ করল কংগ্রেস শিবির। মঙ্গলবার সকালেই কংগ্রেস নেতৃত্বের পক্ষ থেকে এই তালিকা প্রকাশ করা হয়। এদিন মোট ১৯ জনের তালিকা প্রকাশ করল হাত শিবির। সবমিলিয়ে এখনও পর্যন্ত ৩৪ জনের তালিকা প্রকাশ করেছেন তাঁরা। এবারের নির্বাচনে ওমর আবদুল্লা ও ফারুক আবদুল্লার দল ন্যাশানাল কনফারেন্সের সঙ্গে শিট শেয়ারিং ফর্মুলায় নির্বাচনে লড়বে কংগ্রেস।

তৃতীয় তালিকায় বেশকিছু চমকও রয়েছে হাতশিবির। যেমন এই তালিকায় প্রাক্তন বিজেপি মন্ত্রী চৌধুরী লাল সিংকে প্রার্থী করেছে তাঁরা। নির্বাচনের আগেই তিনি দলবদল করেছেন। এই নির্বাচনে লাল সিং বাসোলি কেন্দ্র থেকে লড়বেন তিনি। এছাড়াও ন্যাশানাল স্টুডেন্টস ইউনিয়ন অফ ইন্ডিয়ার প্রাক্তন প্রধান নীরজ কুন্দনকেও টিকিট দিচ্ছে কংগ্রেস। তিনি লড়বেন বিশনাহ কেন্দ্র থেকে।

একদিকে কংগ্রেস যখন এনসির সঙ্গে হাত মিলিয়ে শান্তিপূর্ণভাবে প্রার্থী তালিকা প্রকাশ করছে। তখন অন্যদিকে বিজেপির মধ্যে অর্ন্তদ্বন্দ্ব চরমে। কার্যত আদি ও নব্য বিজেপি নেতাদের মধ্যে দুরত্ব সৃষ্টি হয়েছে। যার ফলে প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করেও সেটি বাতিল করে নয়া তালিকা বের করতে হয় বিজেপিকে। তারপর আর কোনও তালিকা বের করেনি গেরুয়া শিবির। এদিকে আগামী ১৮ সেপ্টেম্বর বিজেপির ৯০ টি আসনে নির্বাচন রয়েছে।



@endif