Jammu and Kashmir: ভোট শতাংশের নিরিখে অনেকটাই ভালো ফল করেছে বিজেপি, মন্তব্য রবীন্দ্র রায়নার

পিডিপিকে সরিয়ে জম্মু-কাশ্মীরের প্রধান বিরোধী দল হিসেবে আত্মঃপ্রকাশ করেছে বিজেপি। এমনকী এই প্রথম ভোট শতাংশের নিরিখে উপত্যকায় এত ভালো প্রদর্শন করেছে বিজেপি।

পিডিপিকে সরিয়ে জম্মু-কাশ্মীরের (Jammu and Kashmir) প্রধান বিরোধী দল হিসেবে আত্মঃপ্রকাশ করেছে বিজেপি। এমনকী এই প্রথম ভোট শতাংশের নিরিখে উপত্যকায় এত ভালো প্রদর্শন করেছে বিজেপি। তবে আপতত সরকার গঠনে ব্যর্থ হলেও ফারুক আবদুল্লাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে গেরুয়া শিবির এবং আগামীদিনে জম্মু-কাশ্মীরের রাজনীতিতে বড়সড় ভূমিকা বিজেপির থাকবে, তা কিন্তু নিঃসন্দেহে বলাই যায়। আর সেই কারণে এই হারের মধ্যেও জয়ের স্বাদ পাচ্ছে রবীন্দ্র রায়নারা (Ravinder Raina)। আর তাতেই আত্মবিশ্বাস বেড়েলে রাজ্য নেতৃত্ব ও কর্মী সমর্থকদের মধ্যে।

বুধবার এই প্রসঙ্গে রাজ্য বিজেপির সভাপতি রবীন্দ্র রায়না বলেন, "দল জম্মু-কাশ্মীরে অভূতপূর্ব সাফল্য পেয়েছে। যে ফলাফল এসেছে তা জম্মু-কাশ্মীরের বিজেপির হওয়া সর্বশ্রেষ্ঠ ফল। ২৯ জন বিধায়ক এবং ভোট শতাংশের নিরিখে এগিয়ে যাওয়ার জন্য রাজ্যবাসী তো বটেই, বিশেষ করে জম্মুবাসীকে আন্তরিকভাবে ধন্যবাদ। এরজন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, দলের জাতীয় সভাপতি জেপি নাড্ডাকে আন্তরিকভাবে ধন্যবাদ প্রতিটি পদক্ষেপে আমাদের সাহায্য করার জন্য"।

 



@endif