Bigg Boss 16: 'বহু লোকের সংসার ভেঙেছে', টিনাকে নিয়ে বিস্ফোরক সৃজিতা

Sreejita De and Tina Datta (Photo Credits: Instagram)

মুম্বই, ২২ ডিসেম্বরঃ ‘বিগ বস ১৬’এর (Bigg Boss) ঘরের পারদ যেন দিনে দিনে আরও চড়ছে। প্রতিযোগীরা একে অপরকে নিয়ে নানা গোপন তথ্য ফাঁস করছেন। বিগ বসের আগামী পর্বের প্রোমো’তে উঠে এল আরও এক গোপন তথ্য। ‘উত্তরণ’ (Uttaran) তারকা টিনা দত্তকে (Tina Datta) নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন সৃজিতা। সৌন্দরিয়া শর্মার (Soundarya Sharma) সঙ্গে কথোপকথন চলাকালীন সৃজিতাকে (Sreejita De) বলতে শোনা যায়, “বহু লোকের সংসার ভেঙেছে টিনা’।

দেখুনঃ 

 

View this post on Instagram

 

A post shared by ColorsTV (@colorstv)

 

সৃজিতা (Sreejita De) বলেন, ‘ছেলেদের মনোযোগ নিজের দিকে টানতে ভালবাসে টিনা। বহু মানুষের সংসার ভাঙার চেষ্টা করেছে। নিজে সেই জন্যে এখনও সংসার করতে পারেনি”।  এখানেই থেমে থাকেননি সৃজিতা। আরও বলেন, ও আসলে নিজে ভিতরে ভিতরে ভীষণ অসুখী। আর সেই কারণে অন্যকে ছোট করে আনন্দ পায় টিনা’।

একসময়ে ভালো বন্ধু ছিলেন টিনা এবং সৃজিতা (Tina and Sreejita)। সেই ২০০৮ সালের ধারাবাহিক ‘উত্তরণ’ (Uttaran) একসঙ্গে কাজ করেছিলেন দুই বাঙালি অভিনেত্রী। সেই থেকে তাঁদের বন্ধুত্ব। তবে বিগ বসের ঘরে এসে সৃজিতা জানিয়েছিলেন, তাঁদের মধ্যে বন্ধুত্ব দূরের কথা একে অপরের ঘনিষ্ঠও তাঁরা কখনও ছিলেন না।



@endif