Assembly Elections Results 2024: বিজেপির জয়ের দামামা অরুণাচল প্রদেশে, বিধানসভার সংখ্যাগরিষ্ঠ আসনে ফুটল 'পদ্ম' ফুল
রবিবার সকাল ৬টা থেকে ভোট গণনা শুরু হওয়ার পর থেকেই এগিয়ে ছিল বিজেপি। বেলা যত গড়িয়েছে পদ্মের জয় তত নিশ্চিত হয়েছে। বেলা ১২টা বাজার আগেই অরুণাচল প্রদেশ বিধানসভায় সংখ্যাগরিষ্ঠ আসন জিতে ক্ষমতায় বসেছে বিজেপি।
Assembly Elections 2024: অরুণাচল প্রদেশে আবার সরকার গড়তে চলেছে বিজেপি। ৬০টির মধ্যে ৩১টি আসন জিতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় মুখ্যমন্ত্রী পেমা খান্ডুর নেতৃত্ব ক্ষমতায় ফিরছে গেরুয়া শিবির। ৪ জুন লোকসভা নির্বাচনের (Lok Sabha Elections) ফলাফল ঘোষণার আগেই উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য অরুণাচল প্রদেশে (Arunachal Pradesh) গেরুয়া ঝড় উঠল। অরুণাচল প্রদেশ (Arunachal Pradesh) এবং সিকিমে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ (Assembly Election Results 2024) আজ রবিবার। সকাল ৬টা থেকে ভোট গণনা শুরু হওয়ার পর থেকেই এগিয়ে ছিল বিজেপি।
বেলা যত গড়িয়েছে পদ্মের জয় তত নিশ্চিত হয়েছে। বেলা ১২টা বাজার আগেই অরুণাচল প্রদেশ বিধানসভায় সংখ্যাগরিষ্ঠ আসন জিতে ক্ষমতায় বসেছে বিজেপি। জয় নিশ্চিতের আভাস মিলতেই রাজধানী ইটানগরে (Itanagar) বিজেপির সদর দফতরে উড়তে শুরু করেছে গেরুয়া রঙে ছটা। বাজি ফাটিয়ে, ঐতিহ্যবাহী নাচের তালে চলছে উদযাপন।
আরও পড়ুনঃ অরুণাচল প্রদেশে আরও একবার সরকার গড়ার পথে বিজেপি, জয়ের আভাস মিলতেই সদর দফতরে শুরু উদযাপন
জয়ের দামামা...
অরুণাচল প্রদেশে জয় নিশ্চিত হলেই পশ্চিমবঙ্গের পড়শি রাজ্য সিকিমে (Sikkim) দাঁত ফোটাতে পারল না বিজেপি। সিকিমের ৩২টি আসনের মধ্যে ৩১টিতে এগিয়ে সে রাজ্যের শাসকদল এসকেএম। মুখ্যমন্ত্রী প্রেম সিংহ তামাং-এর নেতৃত্ব একচ্ছত্র ক্ষমতা ধরে রাখল সিকিম ক্রান্তিকারী মোর্চা (SKM)