Jammu and Kashmir Assembly Elections 2024: কাশ্মীরের নির্বাচন পরিস্থিতি দেখতে ভারতে হাজির একাধিক দেশের কূটনৈতিক প্রতিনিধি দল

প্রায় এক দশক বাদে জম্মু-কাশ্মীরে হচ্ছে বিধানসভা নির্বাচন। আর দেশের অন্যতম সংবেদনশীল জায়গায় নির্বাচন পরিস্থিতি খতিয়ে দেখতে হাজির বিভিন্ন দেশের কূনৈতিক ব্যক্তিত্বরা।

প্রায় এক দশক বাদে জম্মু-কাশ্মীরে (Jammu and Kashmir) হচ্ছে বিধানসভা নির্বাচন। আর দেশের অন্যতম সংবেদনশীল জায়গায় নির্বাচন পরিস্থিতি খতিয়ে দেখতে হাজির বিভিন্ন দেশের কূনৈতিক ব্যক্তিত্বরা। জানা যাচ্ছে বুধবার দ্বিতীয় দফার ভোট দেখতে প্রায় ১৫টি দেশের প্রতিনিধি দল হাজির হয়েছিলেন ভারতে। আমেরিকা, মেক্সিকো, গায়ানা, দক্ষিণ কোরিয়া, সোমালিয়া, পানামা, সিঙ্গাপুর, নাইজেরিয়া, স্পেন, দক্ষিণ আফ্রিকা, নরওয়ে, তানজানিয়া, রুয়ান্ডা, আলজেরিয়া এবং ফিলিপিন্সের সিনিয়র কূটনৈতিক দলের একজন করে প্রতিনিধি কাশ্মীরের বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখেন বলে জানা গিয়েছে।

জানা যাচ্ছে, বুধগামের ওমপোরা কেন্দ্র পরিদর্শন করে তাঁরা যান লালবাগ নির্বাচনী এলাকার আমিরা কাদাল ও এসপি কলেজের বুথকেন্দ্রে। সেখান থেকে চিনার বাগ কেন্দ্রে গিয়ে পরিদর্শন করে এই সফর শেষ করেন। এর মধ্যে এসপি কলেজ ছিল গোলাপী পোলিং স্টেশন। অর্থাৎ পুরোপুরি মহিলা কর্মীদের নিয়ন্ত্রণে ছিল এই বুথকেন্দ্র। একাধিক বুথে ঘোরার পাশাপাশি স্থানীয় বাসিন্দা, প্রশাসনিক আধিকারিকদের সঙ্গেও কথাবার্তা বলেন এই প্রতিনিধি দলের সদস্যরা।